Thursday, November 6, 2025

পেল্লায় ২ মাছ নিয়ে জামাইষষ্ঠীর সকালে কোথায় চললেন ‘কালারফুল’ মদন মিত্র!

Date:

Share post:

জয়িতা মৌলিক

“বলি ও ননদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে/ ঠাকুর জামাই এলো বাড়িতে”

সঙ্গে দুই পেল্লায় মাছ নিয়ে জামাইষষ্ঠীর সকালে ‘কালারফুল’ তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)! কার বাড়ি যাচ্ছেন? উত্তরে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে রসিক মদন জানালেন, এই মাছ বাংলার সব জামাইদের উদ্দেশ্যে। সব শ্বশুর ও জামাইদের শুভেচ্ছা জানান তিনি। যাঁরা আজ জামাইষষ্ঠী পালন করতে পারছেন না, তাঁদের জন্য কয়েক দিনের মধ্যে বিশাল করে ‘গণ জামাইষষ্ঠী’ পালন করবেন বলেও জানালেন কামারহাটির বিধায়ক। শর্ত একটাই সঙ্গে আনতে হবে বউকে।

জামাইষষ্ঠীর দিন মদন মিত্র কোথায় চললেন? জানালেন, কোথাও যাননি। বাড়িতেই ভাত, বিউলির ডাল, আলু ভাজা আর মৌরালা মাছ ভাজা দিয়ে জমিয়ে খেয়েছেন। সামনেই তার ছবি ‘ওহ! লাভলি’র রিলিজ। ২৫ জুন ছবি রিলিজের কথা রয়েছে। জামাইষষ্ঠীর সকালে রিলিজ হয়েছে সেই ছবির ট্রেলার। নিজের ফেসবুক পেজে সেটা পোস্ট করে মদন লিখেছেন, “পিকচার আভি বাকি হ্যায়”। গানের কথাতেও মদন মিত্রর কয়েনেজ, “I am a lovely man, আসলে a good human”।

বুধবারই জামাইষষ্ঠী ভেবে বেরিয়ে পড়েছিলেন কামারহাটির বিধায়ক। বাড়ি থেকে ফোন করে বলা হয়, “আজ জামাইষষ্ঠী নয়। কারও বাড়ি ঢুকে পোড়ো না!” সতীর্থরা শুনে বলেছেন, “মদন তো ভাড়াটে জামাই, যে কোনও বাড়িতে ঢুকে যেতে পারে। কেউ জামাই না পেলে মদন মিত্রর সঙ্গে যোগযোগ করুন!” কিন্তু এই পেল্লায় সাইজে চিতল আর ভেটকি মাছ তাঁকে দিল কে? বিধায়ক জানালেন, এ উপহার এসেছে পদ্মা পাড় থেকে। কাদের দেবেন এই মাছ জোড়া? উত্তরে বললেন, তার সবচেয়ে প্রিয় জামাই এবং মেয়েকে। কারা তাঁরা! সে বিষয়ে মুখে কুলুপ। কারণ চারিদিকে তাঁর মন্তব্য নিয়ে বড্ড জলঘোলা হচ্ছে। এ বিষয়ে নিয়ে আর কথা বাড়াতে চাইছেন না তিনি। শুধু জামাইষষ্ঠীর সকালে সোশ্যাল মিডিয়ায় রঙিন ছবি পোস্ট করে জৈষ্ঠের উষ্ণতা আরও খানিকটা বাড়িয়ে দিলেন মদন মিত্র।

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...