উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam results) ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কৃতি ছাত্র-ছাত্রীদের সাফল্যের উন্মাদনা চোখে পড়ার মতো। মেধা তালিকার স্থান পাওয়া পড়ুয়াদের বাড়ির লোক থেকে শুরু করে আত্মীয় এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও ভীষণ খুশি। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক(HS Exam)। টেলিপাড়ায় এ বছর দুই পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন।অনন্যা গুহ ও সোহম বসু চৌধুরী(Ananya Guha and Soham Basu Chowdhury)। ব্যস্ত শিডিউল সামলে পড়াশোনা করে কেমন রেজাল্ট করলেন তাঁরা? কলা বিভাগ (Arts) নিয়ে পড়াশোনা করেছেন অনন্যা ও সোহম। গতকাল ফলাফল প্রকাশের পর দেখা গেল অনন্যা পেয়েছেন ৭৫ শতাংশ নম্বর। অন্যদিকে সোহম পেয়েছেন ৮৫ শতাংশ।