বঙ্গ তনয়ার গলায় মালা দিয়ে বাংলার জামাই হলেন বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। জামাইষষ্ঠীতেই বসল বিয়ের আসর(Wedding night)। নিতান্ত ঘরোয়াভাবে পরিচিতদের সাক্ষী রেখে চার হাত এক হল। দীর্ঘদিনের বন্ধু কলকাতার (Kolkata) রূপালি বড়ুয়াকে (Rupali Barua) বিয়ে করলেন আশিস। আইনি বিয়ের পর সন্ধেবেলায় ঘনিষ্ঠ বৃত্তে গেট টুগেদার।