সংসদ ভবন উদ্বোধনে মোদিতে বাধা নেই: জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়া সংসদ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কেন্দ্রের এহেন সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের দাবি রাষ্ট্রপ্রতিকে দিয়ে এই ভবন উদ্বোধন করানো উচিত। এই দাবিতেই সুস্থ আদালতে দায়ের হয়েছিল মামলা। যদিও সেই মামলা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। আদালতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে নতুন সংসদ ভবন(Parlament House) উদ্বোধনে কোনও আইনি বাধা নেই।

গত বৃহস্পতিবার জয়া সুকিন নামে এক আইনজীবী শীর্ষ আদালতে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেন। দাঁড় আবেদন ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি নন নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর। নিজের আবেদনে তিনি জানান, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। কিন্তু আইনজীবীর করা সেই মামলা পুরোপুরি খারিজ করে দিল শীর্ষ আদালত। উদ্বোধনের সঙ্গে সংবিধানের ৭৯ ধারা লঙ্ঘনের সম্পর্ক কোথায়, প্রশ্ন শীর্ষ আদালতের।

উল্লেখ্য আগামী ২৮ মে উদ্বোধন হবে নতুন সংসদ ভবনের। কেন্দ্রে তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছে এই ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিরোধীদের তরফে দাবি তোলা হয় প্রধানমন্ত্রী নন সংসদ ভবনের উদ্বোধন করুন দেশের রাষ্ট্রপতি। শুধু তাই নয়, কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় বুধবার সম্মিলিতভাবে ১৯টি বিরোধী দল সেই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এই তালিকায় কংগ্রেস (Congress), তৃণমূল (TMC) ছাড়াও আপ, শিব সেনা (উদ্ধব শিবির), আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, সিপিআইএম-সহ তামাম বিরোধী দল রয়েছে।