Tuesday, November 11, 2025

আজ আইপিএল-এর কোয়ালিফায়ার ২-এ ম‍্যাচে মুম্বইয়ের মুখোমুখি গুজরাত

Date:

আজ আইপিএল-এর কোয়ালিফায়ার ২-এ ম‍্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি গুজরাত টাইটান্স। মুম্বইয়ের সঙ্গে মোমেন্টাম। গুজরাতের পাশে হোম অ্যাডভান্টেজ। প্রথম সাত ম্যাচে হারের পর হার! তারপর হুড়মুড়িয়ে দৌড়। এই দৌড়টাই মহাবিপজ্জনক মুম্বইয়ের ক্ষেত্রে! আগেও দেখা গিয়েছে। মুম্বই একবার জিততে শুরু করলে থামে শুধু ট্রফি জিতেই। এটাও মনে রাখতে হবে আগের আইপিএলে তারা শেষ করেছিল সবার শেষে। রোহিত শর্মা চিপকে লখনৌয়ের বাধা টপকে সেটা সবাইকে মনে করিয়ে দিয়েছেন।

গুজরাত টাইটান্স ’২৩-এর আইপিএলে সবথেকে ধারাবাহিক দল। সবার আগে প্লে অফে উঠে এসেছে। কিন্তু কোয়ালিফায়ার ১-এ সিএসকের সামনে দাঁড়াতে পারেনি। হারের পর হার্দিক পান্ডিয়া ‘আমাদের আর একটা ম্যাচ আছে’ বলে সমর্থকদের ভরসা দিয়েছেন। এখন সেই ভরসারই বাস্তব প্রতিফলন দেখাতে হবে ঘরের মাঠে এক লাখ মানুষের সামনে। মুম্বইয়ের আকাশ মাধোয়ালকে নিয়ে চর্চা হচ্ছে। হওয়ারই কথা। পাঁচ রানে পাঁচ উইকেট নিয়ে লখনৌকে হারিয়েছেন।অনিল কুম্বলের আইপিএল সেরা বোলিংয়ের এতদিনকার কীর্তি ছুঁয়েছেন। রুরকির ২৯ বছরের তরুণ ইঞ্জিনিয়ার ঋষভ পন্থের প্রতিবেশী। মুম্বইয়ের সাপোর্ট বোলার থেকে স্ট্রাইক বোলারের ভূমিকা নিয়েছেন। যাঁর বোলিং দেখে মুগ্ধ বুমরাহ বলেছেন, ‘‘কী অসাধারণ বোলিং স্পেল!” তাঁকে পাঁচ উইকেটের ক্লাবে স্বাগত জানিয়েছেন কুম্বলেও।

লখনউ ম্যাচে রোহিতকে নিয়ে মুম্বইয়ের পুরো টপ অর্ডার কাজ করেনি। গ্রিন আর সূর্য কিছুটা খেলেছেন। পরে তিলক আর নেহাল তাঁদের মতো সাহায্য করেছেন।  তাতে চেন্নাইয়ের স্লো টার্নারে অনায়াস জয়ের রান উঠে এসেছিল। কিন্তু আমেহদাবাদে পাটা উইকেটে বড় রান দরকার হবে। বোলারদেরও কাঠখড় পোড়াতে হবে।গুজরাত গতবারের চ্যাম্পিয়ন। দলটার হৃদস্পন্দন হলেন হার্দিক। কিন্তু অধিনায়কের ব্যাটে রান নেই। এখন পুরো ব্যাটিংই দাঁড়িয়েছে শুভমন-কেন্দ্রিক। নাহলে মিলার, শনাকা, তেওতিয়া, বিজয় শঙ্কর কেউ রান পাচ্ছেন না। বোলিংয়ে শামি, মোহিত, নুর ভাল করলেও রশিদ খান আগের ম্যাজিক দেখাতে পারছেন না। আজ মুম্বই ব্যাটিংকে থামাতে হলে রশিদকে দায়িত্ব নিতে হবে।

আরও পড়ুন:মাঠের বাইরে নতুন রেকর্ড কোহলির


 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version