Friday, August 22, 2025

এমন দৃশ্য কখনও দেখেছেন ? নীল রঙের পিচ রাস্তা! রাস্তার দুপাশে সবুজ গাছের সারি। আচমকা দেখে মনে হবে, রং তুলি দিয়ে নিজের মনের মতো করে রাস্তাকে রাঙিয়ে তুলেছেন কোনও চিত্রশিল্পী। কিন্তু না, বাস্তবে এমনই তাক লাগানো ঘটনা ঘটেছে বর্ধমানের রায়নায়।
পূর্ব বর্ধমান জেলার রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমনই রাস্তা। জেলা প্রশাসনের দাবি, দেশে প্রথমবার এধরনের রাস্তা তৈরি হল। এমন রাস্তা প্রথম তৈরি করেছিল আরবের দেশ কাতার। এ রাজ্যে ইতিমধ্যেই পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তার উদ্বোধন করেছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে রাজ্যে আগেও রাস্তা তৈরি হয়েছে। কিন্তু খণ্ডঘোষের এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং দেওয়া হয়েছে।
রায়না-২ ব্লকের বিডিও অনিশা যশ বলেছেন, নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি টেকসই হবে। সাধারণ রাস্তার থেকে দুই বা তিনগুণ বেশি সময় পর্যন্ত টিকবে। কালো পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়। পিচ গলে যায়।  এক্ষেত্রে সেই সুযোগ কম। জল জমার প্রবণতাও থাকবে না। দূষণও কম হবে।
রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখানে এই প্রক্রিয়া সফল হলে অন্যান্য এলাকাতেও এধরনের রাস্তা তৈরি করা হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে  টেকসই এই রাস্তাটি তৈরি করা হয়েছে। আসলে বিভিন্ন জায়গায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরিতে জোর দিয়েছে রাজ্য প্রশাসন। প্লাস্টিক থেকে দূষণ যাতে না ছড়ায়, সেই কারণেই এই ধরনের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞানীদের মতে, একটি কালো বা বাদামি রঙের রাস্তার তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রির বেশি হয়। নানা সমীক্ষায় উঠে এসেছে যে, কালো রং সবচেয়ে বেশি তাপ আকর্ষণ করে। এই কারণে রাস্তার পাশে গাছ না থাকলে কালো রাস্তার তাপমাত্রা আরও বেড়ে যায়। তাই বিশ্বে প্রথম কাতার তার রাস্তাগুলিকে নীল রঙে পরিবর্তন করে তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি কমানোর চেষ্টা করছে। সেই পথে এবার হাঁটলো পূর্ব বর্ধমানের রায়না।

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version