Tuesday, November 11, 2025

নীতি আয়োগে গরহাজির, মমতার পথে বৈঠক বয়কট আরও ৭ মুখ্যমন্ত্রীর

Date:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল আগেই ঘোষণা করেছিলেন নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকবেন না তারা। সেই পথে হেঁটে শনিবার নীতি আয়োগের বৈঠকে গরহাজির থাকলেন ভগবন্ত মান, নীতীশ কুমার এবং কে চন্দ্রশেখর রাও। সঙ্গে এমকে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, অশোক গেহলটও। সব মিলিয়ে শনিবারের বৈঠকে বেশ দীর্ঘ হয়ে উঠল বয়কটকারী মুখ্যমন্ত্রীদের তালিকা।

নীতি আয়োগের বৈঠক নিয়ে শুরু থেকেই ক্ষোভের কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বৈঠকে তিনি হাজির থাকবেন না বলেও জানান। তবে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিলেও কেন্দ্র তা খারিজ করে দেয়। মমতার পর বৈঠক বয়কটের কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের ভগবন্ত মান। এ বিষয় দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন কেজরিওয়াল। তিন মুখ্যমন্ত্রী পর শনিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র প্রধান চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর শাসকদল ডিএমকের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও একই পথে হাঁটার কথা ঘোষণা করেন।

এরই মাঝে সংবাদ মাধ্যম সূত্রের খবর, দিল্লিতে নীতি উপস্থিত থাকছেন না কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন এবং রাজস্থানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সব মিলিয়ে আটটি ও বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী বাতিল করলেন নীতি আয়োগের বৈঠক। যদিও পিনারাই বিজয়ন নিজের অন্য কর্মসূচি এবং গেহলট শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকবেন না বলে জানিয়েছেন। ঐক্যবদ্ধভাবে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এভাবে বৈঠক বয়কট প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, দিল্লিতে ‘ক্ষমতা দখলের’ জন্য নরেন্দ্র মোদি সরকারের জারি করা বিতর্কিত অধ্যাদেশ (অর্ডিন্যান্স) ঘিরে বিরোধীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের ফসল এই বৈঠক বয়কট।

Related articles

প্রয়াত অভিনেতা-প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড

হাসপাতালের দীর্ঘ লড়াই শেষ। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সোমবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে হাসপাতালে...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...
Exit mobile version