Monday, May 5, 2025

ছুটিতে পাহাড় ছাড়াও ডুয়ার্স হচ্ছে পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা। ফলে ছুটির সময় ট্রেন থেকে বাস সব জায়গায় বুকিংয়ের চাপে ঠাঁই নাই ঠাঁই নাই রব। ফলে অনেক সময় শেষ মুহূর্তে ঘোরার পরিকল্পনা বদলাতে বাধ্য হন অনেকেই। এবার সেই সমস্যা মিটতে চলেছে পুরোপুরি।

এবার বিমানপথেও যাওয়া যাবে ডুয়ার্সে। জানা গিয়েছে, কলকাতার সঙ্গে এবার বিমানপথে জুড়তে চলেছে ডুয়ার্সও। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে এবার যাত্রীবাহী উড়ানের জন্য ব্যবহার করা হবে। রাজ্যের দেওয়া প্রস্তাবে অবশেষে সবুজ সংকেত দিয়েছে বায়ুসেনা।

একই অনুমতি মিলেছে দক্ষিণের কলাইকুণ্ডা এয়ারবেসেও। স্বাভাবিকভাবেই উত্তরের পর্যটনে খুলে যেতে চলেছে এক নতুন দিগন্ত। এই স্বপ্নের উড়ান চালু হলে শুধুমাত্র ট্রেন-নির্ভরতা নি:সন্দেহে কমে যাবে অনেকটাই।

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ডুয়ার্সের সমস্ত পর্যটনস্থলের একেবারে কাছে হাসিমারা বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিমি দূরে জলদাপাড়া অভয়ারণ্য। ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্সা ফরেস্ট। উত্তরে ভুটানের ফুন্টশোলিংয়েও এখান থেকে যাওয়া সম্ভব। দূরত্ব সাড়ে আঠারো কিলোমিটার। হাসিমারার সবথেকে কাছে চিলাপাতা ফরেস্ট। অর্থাৎ বিমান পরিষেবা শুরু হলে চোখের পলকে কলকাতা থেকে ডুয়ার্সের যেকোনও পর্যটন স্থলে পৌঁছনো সম্ভব।

বিমানে যাত্রীপরিষেবার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে। এয়ারবাসের জন্য বেসরকারি সংস্থা বাছাই করা হবে টেণ্ডারের মাধ্যমে।কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়ে এই বিষয়ে রাজ্য সরকারের উদ্যোগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।মোট আসনের শতকরা ২০ ভাগ ভাড়া যেহেতু সরকার বহন করবে তাই ভাড়ার উপরে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সরকারেরই।

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version