Monday, May 5, 2025

কুস্তিগিরদের হেন.স্থার তীব্র নিন্দা মমতার, অবিলম্বে মুক্তির দাবিতে টুইট

Date:

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই তার সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কুস্তিগিরদের (Wrestler)। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ (Polic)। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী কুস্তিগিররাও। টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের টানা হেঁচড়া করেছে, তার তীব্র নিন্দা করছি। দেশের চ্যাম্পিয়নদের এইভাবে হেনস্থা হওয়া আমাদের লজ্জা। গণতন্ত্রের ভিত্তি হল সহনশীলতা। বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না একনায়কতান্ত্রিক শক্তি, তাদের জায়গাও দেয় না। অবিলম্বে ওদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ওদের সঙ্গেই আছি।“
গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তিগিররা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দিয়েছিলেন। আগাম সতর্কতা হিসেবে গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। জায়গায় জায়গায় হয় ব্যারিকেড। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়। পুলিশ অনুমতি না দিলেও, কুস্তিগিররা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে ধস্তাধস্তি বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version