Friday, August 22, 2025

কুস্তিগিরদের হেন.স্থার তীব্র নিন্দা মমতার, অবিলম্বে মুক্তির দাবিতে টুইট

Date:

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই তার সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা ছিল কুস্তিগিরদের (Wrestler)। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ (Polic)। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী এবং কমনওয়েলথ গেমসজয়ী কুস্তিগিররাও। টুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “দিল্লি পুলিশ যেভাবে সাক্ষী মালিক, বিনেশ ফোগতদের টানা হেঁচড়া করেছে, তার তীব্র নিন্দা করছি। দেশের চ্যাম্পিয়নদের এইভাবে হেনস্থা হওয়া আমাদের লজ্জা। গণতন্ত্রের ভিত্তি হল সহনশীলতা। বিরুদ্ধ মতকে সহ্য করতে পারে না একনায়কতান্ত্রিক শক্তি, তাদের জায়গাও দেয় না। অবিলম্বে ওদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমি ওদের সঙ্গেই আছি।“
গত মাস থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন করে চলেছেন কুস্তিগিররা। তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার, নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তার সামনে বিক্ষোভ দেখাবেন। ‘মহিলা সম্মান মহাপঞ্চায়েত’-এর ডাক দিয়েছিলেন। আগাম সতর্কতা হিসেবে গোটা দিল্লি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। জায়গায় জায়গায় হয় ব্যারিকেড। দিল্লি মেট্রোর কেন্দ্রীয় সচিবালয় এবং উদ্যোগ ভবন স্টেশনের সমস্ত প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ রাখা হয়। পুলিশ অনুমতি না দিলেও, কুস্তিগিররা নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে গেলে ধস্তাধস্তি বাধে। দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক বলেন, ‘‘আমরা ক্রীড়াবিদদের সম্মান করি। কিন্তু নতুন সংসদ ভবন উদ্বোধনে কোনও বিশৃঙ্খলা হতে দিতে পারি না।’’

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version