Wednesday, November 5, 2025

ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান, আসতে পারেন এই বিদেশি ফুটবলার

Date:

আসন্ন মরশুমের জন‍্য জোর কদমে চলছে মোহনবাগানের দল গঠনের কাজ। ফের ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান। সূত্রের খবর দুই তারকা ফুটবলারকে দলে নিয়ে নিল তারা। জানা যাচ্ছে, বিশ্বকাপার জেসন কামিন্সকে প্রায় চূড়ান্ত করে ফেলার পাশাপাশি আকাশ মিশ্রকেও সই করিয়ে ফেলল সবুজ-মেরুন ক্লাব। ফলে আরও শক্তশালী হতে চলেছে আইএসএল চ্যাম্পিয়ন দল।

সূত্রের খবর, বিশ্বকাপার জেসন কামিন্সকে সই করাতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে মোহনবাগানকে। যদিও তিনি যে চূড়ান্ত তা এখনই বলার মতো সময় আসেনি। তার কারণ, এখনও কিছু কাজ বাকি রয়েছে। তবে মৌখিকভাবে তিনি মোহনবাগান সুপার জায়ান্টসের প্রস্তাবে রাজি হয়েছেন বলেই খবর। তিনি মোহনবাগানে এলে জুয়ান ফেরান্দোর দল দারুণ শক্তিশালী হবে।কারণ, গত মরশুমে স্ট্রাইকার সমস্যা কিছুটা ভুগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। একটা সময় ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। তবে এবার আর ঝুঁকি নিতে চাইছেন না তিনি। সেই জন্যই কামিন্সকে সই করানোর সিদ্ধান্ত নেন স্প্যানিশ কোচ।

আকাশ মিশ্রকে এই মরশুমে হায়দরাবাদ এফসি থেকে লোনে সই করাচ্ছে মোহনবাগান। যদিও পরের মরশুম থেকে তিনি মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার হয়ে যাবেন। এখন প্রশ্ন হল তিনি এলে বাঙালি ফুটবলার শুভাশিস বসুর কী হবে। তিনি কি মোহনবাগান ছাড়বেন? ২০২৫ সাল অবধি তাঁর সঙ্গে চুক্তি রয়েছে সবুজ-মেরুনের। তিনি কি তবে হায়দরাবাদে আসবেন, নাকি কেরল ব্লাস্টার্স তাঁকে সই করিয়ে নেবে? এই প্রশ্ন এখন ফুটবলপ্রেমীদের মনে।

আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্স চ‍্যাম্পিয়ন এইচএস প্রণয়


 

 

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version