Wednesday, August 27, 2025

রাজভবনে আটকে ফাইল। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রবিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়েছে। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। ফলে, আপাতত ওই পদ শূন্য।

রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সুতরাং সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও সেই পদ শূন্য ছিল। অমরেন্দ্রকুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসেবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি সৌরভ দাসের পরবর্তী হিসেবে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল নবান্ন। শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? রাজ্যের কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। রাতেই ফেরার কথা তাঁর। ফলে এদিনও যে সই হবে না তা বলাই যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের আলোচনা প্রয়োজন। এখন কার নামে রাজভবন সিলমোহর দেয়, তার অপেক্ষা।

 


 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version