প্রেমিকের নাম অর্জুন কাপুর (Arjun Kapoor) আর প্রেমিকার নাম মালাইকা আরোরা (Malaika Arora)। বয়সের ফারাক অনেকটাই কিন্তু সেটা প্রেমে কখনই বাধা হয়ে দাঁড়াতে পারিনি। নিন্দুকের মুখে ছাই দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন(Malaika Arora & Arjun Kapoor)। যার প্রমাণ ফের মিলল বলিউডের মুন্নির সোশ্যাল মিডিয়া পোস্টে(social media)। প্রেমিক অর্জুনের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দিলেন। আর সেখানেই অশ্লীলতার চূড়ান্ত ছবি ধরা পড়েছে বলেই কটাক্ষ নেটিজেনদের। মুখে একগাল হাসি নিয়ে অবিন্যস্ত চুলে সোফায় বসে আড়ামোড়া ভাঙছেন অর্জুন। এতদূর পর্যন্ত ঠিকই ছিল কিন্তু বিতর্ক তৈরি হওয়ার কারণ অন্য। আসলে আসলে অর্জুন যে সম্পূর্ণ নগ্ন! কোনও রকমে একটা বালিশ দিয়ে নিম্নাংগ আড়াল করেছেন। প্রেমিকের এমনই এক ছবি নিজের সমাজমাধ্যমে দিয়ে অভিনেত্রী লেখেন। , ‘‘আমার অলস ছেলে’’। ব্যাস, এতেই চটেছেন নেট বাসিন্দারা।