Tuesday, November 4, 2025

পরিকল্পনা করে বাড়ানো হচ্ছে মুস.লিম বিদ্বে.ষ, বি.স্ফোরক অভিনেতা নাসিরউদ্দিন!

Date:

বলিউডের (Bollywood) বড় বড় অভিনেতাদের তালিকায় নিজের নাম উজ্জ্বল করেছেন নাসিরউদ্দিন শাহ (Nasiruddin Shah) । শুধুমাত্র সিনেমায় নয়, থিয়েটারেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সাধারণত বিত.র্ক এড়িয়ে চলতে ভালবাসলেও সামাজিক নানা ইস্যু নিয়ে সরব হতে বিন্দুমাত্র সময় নেননি এই অভিনেতা। সম্প্রতি দেশের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ শোনা গেল বর্ষীয়ান অভিনেতার গলায়। তিনি বলছেন সিনেমা কিংবা সিরিজে জোর করে ইসলাম ফোবিয়াকে (Islam Fobia) প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন নানা অছিলায় কিছু মুসলিম-বিরোধী ভাবনাচিন্তা ও ধ্যান-ধারণা সাধারণ মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

অভিনেতা স্পষ্ট ভাবে নাম উচ্চারণ না করলেও তার ইঙ্গিত যে ছিল বিজেপি সরকারের (BJP Government) দিকে সেটা বেশ স্পষ্ট । সাম্প্রতিককালে নানাভাবে ধর্মকে হাতিয়ার করে ভোটের রাজনীতি করতে দেখা গেছে গেরুয়া শিবিরকে। হিন্দু রাষ্ট্রের ধ্বজা উড়িয়ে দেশের সার্বভৌমত্বকে নিজেদের মতো করে চালনা করার যে পরিকল্পনা বিজেপি সরকার প্রতিমুহূর্তে করে চলেছে, তা সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি, কারোর চোখ এড়িয়ে যায়নি। নাসির বলছেন, ধর্মের দোহাই দিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে ভোট চাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অভিনেতার কথায়, ‘‘ক্ষমতায় থাকা রাজনৈতিক দল সুকৌশলে এটা দেশের সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তা হলে সব কিছুর মধ্যে ধর্মের পরিচয় দেওয়া হচ্ছে কেন? যাঁরা ধর্মের দোহাই দিয়ে ভোট পাচ্ছেন, তাঁদের সামনে তো নির্বাচন কমিশন স্রেফ নিরব দর্শক!’’ সাম্প্রতিককালে বিজেপির ‘জয় শ্রীরাম ‘ ধ্বনি নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। নাম না করে এই বিষয়টি নিয়েও সরব অভিনেতা। তাঁর প্রশ্ন এই কাজ যদি কোন মুসলিম নেতা করত তাহলে কি সবাই তাঁকে ছেড়ে যেত? যত সময় যাচ্ছে ততই মুসলিম বিদ্বেষ একটা ফ্যাশনে পরিণত হয়েছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নাসিরউদ্দিন শাহ।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version