Monday, August 25, 2025

নির্বাচনী প্রচার শেষ কর্নাটকে। নয়া সংসদ ভবন উদ্বোধনের কাজও সম্পন্ন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন বলা যেতে পারে ছুটিতে। এতদিনে সময় হয়েছে তাঁর অগ্নিগর্ভ মণিপুরের পরিস্থিতি দেখার। সোমবার, আজ সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে তার আগে ফের নতুন করে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে মণিপুরে। সংঘর্ষের জেরে রবিবার গভীর রাতে এক পুলিশকর্মী-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। রাজধানী ইম্ফল-সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তি।

আরও পড়ুন:মণিপুরে জ.ঙ্গি সং.ঘর্ষ, নিরাপত্তাবাহিনীর গু.লিতে নিহ.ত ৪০ জ.ঙ্গি!
গত ৩ মার্চ অশান্তি শুরু হয় মণিপুরে। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়ে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেটও।কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে পাহাড়ি রাজ্যে। বিবাদমান কুকি ও মেতেই গোষ্ঠীকে একাধিকবার শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।এতদিন কর্নাটকের নির্বাচন ছেড়ে মণিপুরের দিকে খেয়াল রাখতে পারেননি শাহ। তাঁর ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও সে সব তোয়াক্কাই করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
কয়েকদিন আগেই শাহ জানান, ২৯মে অর্থাৎ সোমবার মণিপুর যাবেন তিনি। আপাতত তিনদিন স্বরাষ্ট্রমন্ত্রী সেরাজ্যে থাকবেন বলেই জানা গিয়েছে। তার ঠিক আগেই ফের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে উত্তর-পূর্বের রাজ্যটিতে। রবিবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছিলেন, অন্তত ৪০ জন জঙ্গিকে জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।তাঁর বক্তব্যের ঠিক পরই পুলিশের ওপর সরাসরি হামলা।
সরকারি আধিকারিক সূত্রে খবর, প্রশাসনের তরফে যাদের জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, তারাই অত্যাধুনিক রাইফেল-সহ নানা অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। অভিযোগের তীর মূলত কুকি সম্প্রদায়ের দিকেই। তাদের ছোঁড়া গুলিতেই সুগনুতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক পুলিশ কর্মী।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version