Sunday, December 21, 2025

হিং.সা-বিধ্ব.স্ত মণিপুরে যেতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর, কটাক্ষ শাহদের

Date:

Share post:

শান্তি চান। সেই কারণেই হিংসা-বিধ্বস্ত মণিপুরে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। সোমবারই, চিঠি দিয়েছেন বলে মঙ্গলবার সাংবাদিকের বৈঠকে প্রশ্নের জবাবে জানালেন মুখ্যমন্ত্রী। মণিপুরে (Manipur) শান্তিকামী জনগণের সঙ্গে দেখা করতে চেয়েই স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, এতদিনে গেলেন কেন?

মণিপুরে এখন রয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-সহ উচ্চ পদস্থ আধিকারিকরা। রয়েছেন সেনা প্রধান মনোজ পাণ্ডে-সহ পদস্থ সেনা কর্তারাও। তবে, এখনও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে পাহাড়-রাজ্যে শান্তি ফেরাতে ও শান্তিপ্রিয় মানুষের সঙ্গে কথা বলতে চান বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু যেহেতু সেখানে এখন সেনা মোতায়েন রয়েছে। সেই কারণে রীতি মেনেই সোমবার, স্বরাষ্ট্রমন্ত্রকে মণিপুরে যেতে চেয়ে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, তিনি সবসময়ই শান্তির পক্ষে। মণিপুরে অশান্তির আগুন এখনও নেভেনি। সেখানকার মানুষের সঙ্গে কথা বলতেই যেতে চান মমতা। তিনি বলেন, “মণিপুরের প্রকৃত পরিস্থিতি কি আমরা জানতে চাই। মণিপুর কি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে! পরিস্থিতি দেখতেই একদিনের জন্য সেখানে যাওয়ার অনুমতি চেয়েছি”

অমিত শাহদের যাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ওঁরা ওখানে গিয়ে কী করছেন! সাধারণ মানুষের সঙ্গে তো ওঁরা কথা বলবেন না। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এতদিন যাননি কেন?

২দিন আগেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপির বিভাজন রাজনীতির কারণেই জ্বলছে মণিপুর। আগেও এই বিষয়ে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

 

spot_img

Related articles

সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে উদ্যোগ, বরাদ্দ ৮.৮২ কোটি 

পশ্চিমবঙ্গ সরকার সশস্ত্র পুলিশ বাহিনীর পরিকাঠামো উন্নত করতে নতুন যানকেন্দ্রিক প্রকল্প হাতে নিয়েছে। ব্যারাকপুরে ডেপুটি ইনস্পেক্টর জেনারেলের দফতর...

বিজেপি রাজ্যে পুলিশের করুণ অবস্থা! ফিল্মি কায়দায় পালিয়ে গেল অপরাধী 

মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের কাছে পুলিশি ব্যর্থতার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, এক তরুণ পুলিশের গাড়ি...

পরিবারে জঙ্গি-যোগের অভিযোগ: কাশ্মীরে শ্রমিকদের জীবিকা কেড়ে নেওয়ার ফতোয়া

জম্মু ও কাশ্মীরের নাগরিকদের সন্ত্রাসবাদের পথ থেকে সরিয়ে আনতে কেন্দ্রের বিজেপি সরকার যে কোনও উদ্যোগ নেয়নি, পহেলগাম হামলার...

CINEKIND: না-মানুষদের নিয়ে তৈরি চলচ্চিত্রকে সম্মান, অনন্য সন্ধ্যার সাক্ষী কলকাতা

এই প্রথম না-মানুষদের প্রতি সহানুভূতি ও ভালবাসার গল্প বলা ফিল্মের জন্য সিনেকাইন্ড জাতীয় পুরস্কার দিল ফিল্ম ফেডারেশন অফ...