Tuesday, November 11, 2025

মহাকাল মন্দিরের মূর্তি ভেঙে কেলে*ঙ্কারি, দুর্নী*তির দো*ষারোপে কংগ্রেস-বিজেপি!

Date:

বিজেপি (BJP) শাসিত রাজ্যে দোষারোপের রাজনীতি হাত বনাম পদ্মের। প্রাকৃতিক দুর্যোগে বজ্রপাতে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জয়নীর মহাকাল মন্দির (Mahakaleswar Temple)চত্বরের ‘সপ্ত ঋষি’র স্ট্যাচু ভেঙে পড়ার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কীভাবে ওই স্ট্যাচুগুলি ভাঙল, প্রশ্ন তুলে শ্রী মহাকাল লোক প্রজেক্টের দিকে আঙুল তুলেছে কংগ্রেস (Congress)। ইতিমধ্যেই তাঁদের তরফ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এরপরই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল বিজেপি (BJP)।

রবিবার রাতের প্রবল ঝোড়ো হাওয়ায় মহাকাল লোক করিডর প্রকল্পের মন্দিরের মোট ছ’টি মূর্তি ভেঙে গিয়েছে বলে খবর। উল্লেখ্য গত বছর অক্টোবর মাসে মহাকাল লোক করিডর প্রকল্পের প্রথম দফার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই সম্পূর্ণ প্রকল্পের জন্য ৮৫৬ কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। কেবলমাত্র প্রথম দফায় ৩৫১ কোটি টাকা খরচ হয়েছে বলে খবর। তাহলে কি এখানেও দুর্নীতি, প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেস। মূর্তি ভাঙার পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ (Kamalnath)গেরুয়া শিবিরকে কটাক্ষ করে টুইট করেন, “কংগ্রেস সরকার যখন মহাকাল মন্দির চত্বরে করিডর তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, তখন ভাবেনি যে পরবর্তী সরকার বিষয়টি নিয়ে জঘন্য দুর্নীতি করবে।” এর উত্তরে কংগ্রেসের বিরুদ্ধে অযথা রাজনীতি করার অভিযোগ বিজেপির। গোটা ঘটনায় সাফাই দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী জগদীশ দেবদা (Jagdish Devda) দুর্নীতির বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version