গাঁ.জা পা.চারকারীর সঙ্গে প্রকাশ্যে বিজেপি যোগ! নিশীথের আসল ‘স্বরূপ’ প্রকাশ্যে আনলেন উদয়ন

Date:

Share post:

অ্যাম্বুল্যান্সে (Ambulance) করে কফিনে মাদক পাচারের চেষ্টা! এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) সঙ্গে এক গাঁজা পাচারকারীর ছবি পোস্ট করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। উল্লেখ্য, মৃতদেহ নিয়ে যাওয়ার অছিলায় অ্যাম্বুল্যান্সের ভিতর চলছিল মাদক পাচারের চেষ্টা। যদিও বেঙ্গল এসটিএফের (STF) তৎপরতায় মঙ্গলবার সেই ছক বানচাল হয়ে যায়। পরে খবর পেয়ে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় হানা দিয়ে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় কমপক্ষে ৬৪ কেজি গাঁজা। ধৃত ৪ জনের মধ্যে একজনের নাম সমীর দাস। আর সেই সমীর দাসের সঙ্গেই এবার এক ফ্রেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ফেসবুকে সেরকমই ছবি পোস্ট করেছেন উদয়ন গুহ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস। তাঁদের প্রত্যেকের বাড়ি কোচবিহার জেলার দিনহাটাতে। ধৃতদের মধ্যে সমীর দাস ওই অ্যাম্বুল্যান্সের মালিক ও চালক। অপূর্ব দে দিনহাটায় গৃহশিক্ষকের কাজ করে। তবে এদিন গোপন সূত্রে খবর পেয়ে অ্যাম্বুল্যান্সের ভিতরে ১৮টি প্যাকেটে একটি মৃতদেহের কফিন থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবার ধৃতদের মধ্যে এক যুবকের সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ছবি পোস্ট করেছেন উদয়ন গুহ। যা নিয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে এদিনের সোশ্যাল মিডিয়া পোস্টে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর দাবি, “স্যার মন খারাপ করবেন না। ব্যবসায় লাভ ক্ষতি আছে, একবার ধরা পড়েছে গাঞ্জা, বারবার পড়বে না”। তবে এই পোস্টের সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। যদিও এনিয়ে বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি উদয়ন গুহর কথায়, ছবি দিয়ে দেখিয়েছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী তার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে হাসিমুখে। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে এরা কারা? যারা গাঁজা কেসে ধরা পড়েছে। কেন্দ্রীয় যে এজেন্সিগুলো আছে, তাঁরা হস্তক্ষেপ করুক। দেখাক তারা নিরপেক্ষ।

এদিকে প্রাথমিক তদন্তে এসটিএফ জানতে পেরেছে পুটিমারী, দিনহাটার বাসিন্দা জনৈক অমল নামের চক্রের এক সদস্য এবং আটক অভিযুক্ত সমীর দাস বাকি তিনজনকে ত্রিপুরার আগরতলা থেকে বিহারে গাঁজা পাচারের কাজে লাগিয়েছিল। বিহারের বেগুসরাইতে বাজেয়াপ্ত গাঁজা পাঠানো হচ্ছিল বলে খবর। আর সেই পাচারকারীদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর যোগাযোগ নিয়ে এবার চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...