ভাড়া বৃদ্ধি-সহ ১৩ দফা দাবিতে সরব বাস মালিকদের একাংশ

কোভিড কালে বেসরকারি বাস মালিকদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যদিও তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা বাস ভাড়া বাড়ানোর দাবি তোলেন।

যেভাবে প্রতিদিন খরচ বাড়ছে সেই নিরিখে বাস ভাড়া (bus fare)না বাড়ালে এবং সরকারি সাহায্য না পেলে আগামিতে যথেষ্ট সমস্যায় পড়তে হবে বলে জানিয়ে ৫ টি বেসরকারি পরিবহন কমিটির মালিকরা (Owner of Private Transport Committee) বুধবার কলকাতার প্রেস ক্লাবে (Press Club)এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এদিন ১৩ দফা দাবি জানিয়েছেন তাঁরা।

কোভিড কালে বেসরকারি বাস মালিকদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যদিও তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা বাস ভাড়া বাড়ানোর দাবি তোলেন। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্তে সম্মতি দেয়নি রাজ্য সরকার (Government of West Bengal)। অন্যদিকে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে লোকসানে বাস চালাতে হচ্ছে বলে এদিন জানান বাস মালিকরা। পাশাপাশি রোড পারমিটের মেয়াদ বাড়ানোর কথাও বলেন তাঁরা।

 

Previous articleখেজুরিতে মৎসজীবীদের সমস্যার সমাধানের আশ্বাস অভিষেকের, অধিকারীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ স্থানীয়দের
Next articleবয়স একটা সংখ্যা মাত্র, জীবন সায়াহ্নেই শুরু নতুন ইনিংস