একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam)আজ বুধবার আলিপুর আদালতে (Alipore Court) পেশ করা হল স্কুল সার্ভিস কমিশনের (SSC) উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাকে (Shantiprasad Sinha। তাঁর আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করে দেন বিচারক। আদালত সূত্রে খবর এস পি সিনহার আইনজীবীরা আদালতে জানান যে তদন্ত সঠিক গতিতে এগোচ্ছে কিনা তা স্পষ্ট নয়। তাই এভাবে দিনের পর দিন কাউকে আটকে রাখা যায় না। এরপর পালটা জামিনের বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর আইনজীবীরা।