ফের শিক্ষা দু*র্নীতিতে জড়াল সিপিএমের নাম, মুখ বাঁচাতে দুই নেতাকে তড়িঘড়ি ব*হিষ্কার

রাজ্যে শিক্ষা দুর্নীতিতে যখন সরব সিপিএম, তখন নিজেদের দলের দুই নেতার দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ আসায় নিজেদের মুখ বাঁচাতে তড়িঘড়ি কমিশন গঠন করে সিপিএম রাজ্য কমিটি

ফের শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে নাম জড়াল সিপিএমের।কলেজের পরিচালন সমিতির টাকা তছরুপের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে দুই নেতাকে। বহিষ্কার করা হয়েছে সিপিএমের টালিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক পার্থ দাস এবং সিপিএম কলকাতা জেলা কমিটির সদস্য গৌতম বন্দ্যোপাধ্যায়কে। ইঞ্জিনিয়ারিং কলেজে আর্থিক তছরুপের অভিযোগ ছিল গৌতমবাবুর বিরুদ্ধে। তিনি টালিগঞ্জের ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজমেন্ট এর সঙ্গে যুক্ত ছিলেন।

রাজ্যে শিক্ষা দুর্নীতিতে যখন সরব সিপিএম, তখন নিজেদের দলের দুই নেতা পার্থ দাস ও গৌতম বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একাধিক অভিযোগ আসায় নিজেদের মুখ বাঁচাতে তড়িঘড়ি কমিশন গঠন করে সিপিএম রাজ্য কমিটি। এই কমিশনের নেতৃত্বে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য। রাজ্য কমিটির সিংহভাগ সদস্য এই দুই নেতাকে বহিষ্কারের এর পক্ষে মত দেন। জানা গিয়েছে নিজেদের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগেরই সঠিক উত্তর দিতে পারেনি এই দুই নেতা।