Monday, November 3, 2025

হৃদস্পন্দন স্তব্ধ ছিল প্রায় ৪৫ মিনিট (Heart Beat)। দীর্ঘসময় পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি। কোনও ব্যক্তির শ্বাস বন্ধ থাকলে হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গিয়ে থাকলে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত না পৌঁছলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ২০২০ সালের নভেম্বর মাস। কোভিড আক্রান্ত হন ব্রিটেন নিবাসী ৩৯ বছর বয়সী সর্বজিৎ সিং (Sarbajeet Singh)। স্ত্রী রাজ কউর তখন তৃতীয়বারের জন্য সন্তানসম্ভবা। আর এমন জটিল পরিস্থিতিতে বারবার কার্ডিয়াক অ্যারেস্ট হতে থাকে সর্বজিতের। রোগীকে নিয়ে যাওয়া হয় বার্মিংহাম সিটি হাসপাতালে।

এরপরই হাসপাতালে সর্বজিৎকে সিপিআর (CPR) দেওয়া হয়। আরও নানাভাবে হৃদস্পন্দন চালু করার চেষ্টা করা হয়। কেটে যায় ৪৫ মিনিট। সর্বজিৎকে মৃত ঘোষণাই করা হতো। তবে সেখানে উপস্থিত ছিলেন বাঙালি হৃদরোগ বিশেষজ্ঞ অরিজিৎ ঘোষ। তিনি ভাবলেন, শেষ অস্ত্র হিসেবে সর্বজিতের উপর ‘ডাবল সিকোয়েনশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেশন’ পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন। ডাবল সিকোয়েনশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেশন পদ্ধতিতে পিঠ ও বগলের সঙ্গে বুকের মাঝে ও পিঠের দিক থেকেও দেওয়া হয় শক। আর এরপরই চিকিৎসকদের পরিকল্পনা মতো ঘটে মিরাকেল। জ্ঞান ফেরে সর্বজিতের। যদিও ২ মাস পর তিনি সুস্থ হন।

চিকিৎসক অরিজিৎ ঘোষ যাদবপুরের (Jadavpur) বাসিন্দা। বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তনী অরিজিৎ জানান, সর্বজিতের রিফ্র্যাকটরি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তিনি আরও বলেন সর্বজিতের প্রাণ বাঁচানোর তাগিদে প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে ডাবল সিকোয়েনশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেশন প্রয়োগ করি। রোগীর নাড়ি সচল হয়, রক্তচাপ ফিরে আসে। এরপর রোগীর অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায় তাঁর ডানদিকের করোনারি আর্টারিতে ব্লক আছে। পরে সেই ব্লক খুলে স্টেন্ট বসানো হয়।

 

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version