১ জুলাই থেকে কলেজে ভর্তি শুরু, ক্লাস শুরু ১ অগাস্ট: নির্দেশিকা শিক্ষা দফতরের

আগামী শিক্ষাবর্ষের জন্য কলেজে স্নাতকস্তরে ছাত্র ভর্তির প্রক্রিয়া ১ জুলাই থেকে শুরু হবে। কেন্দ্রীয় ভাবে না হলেও বিগত কয়েক বছরে মতো এবারেও ভর্তির যাবতীয় প্রক্রিয়া অনলাইনেই হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর।

শুক্রবার, রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে,
• ১৫ জুলাইয়ের মধ্যে নিজস্ব অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শেষ করতে হবে।

• ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে।

• ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে করতে হবে।

• ১ অগাস্ট থেকে পঠনপাঠন শুরু হবে।

৭ দফার নির্দেশিকায় বলা হয়েছে, পুরোপুরি মেধার ভিত্তিতেই ছাত্রছাত্রীদের ভর্তি করাতে হবে। কোনও পড়ুয়ার থেকে প্রসপেক্টাস বাবদ টাকা নেওয়া যাবে না। যোগ্য প্রার্থীদেরকে ই-মেল বা চিঠির মাধ্যমে জানাতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ভর্তি প্রক্রিয়া চলাকালীন ছাত্রছাত্রীদের সশরীরে কলেজে আসার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন- বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ তিহাড়ের জেল-সুপার

 

Previous articleবিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে বিশেষ ভূমিকায় মহারাজ
Next article“পিঠের চা.মড়া তুলে দিন, ন.গ্ন করে দিন”, বামপন্থী আইনজীবী বিকাশের মুখে বেআইনি সংলাপ