হাইস্পিড ট্রেন (High Speed Train) চলছে, কিন্তু সেই গতির সঙ্গে কতটা মানানসই রেল কম্পার্টমেন্ট? শুক্রবার সন্ধ্যা নাগাদ বাহানারা বাজারের কাছে লাইনচ্যুত হামসফর এক্সপ্রেস (Humsafar Express)। করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) সঙ্গে যখন এই ট্রেনের ধাক্কা লাগে তখন করমণ্ডলের গতি ছিল ঘন্টায় ১২৮ কিলোমিটার। এরপর এই ট্রেন ধাক্কা মারে লুপ লাইনে থাকা মালগাড়িতে। এখনও পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো গতকাল রাতেই তিনি প্রতিনিধি দল পাঠিয়ে দেন। আজ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সকাল ১১ টা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে বালাসোরের উদ্দেশে হেলিকপ্টারে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে দুর্ঘটনাস্থলে গিয়ে সকলের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি হাসপাতালেও আহতদের সঙ্গে দেখা করতে যেতে পারেন তিনি।

সকালে ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রী বলেন, “রাত থেকে এক নাগাড়ে এনডিআরএফ, এসডিআরএফ, রেলপুলিশ, রাজ্য সরকার সবাই মিলে উদ্ধারকার্য চালাচ্ছে। বালাসোর, ভুবনেশ্বর, টাটানগর থেকে উদ্ধারকারীরা এসেছেন। এত বড় দুর্ঘটনায় উদ্ধারকার্যে চেষ্টার কোনও খামতি রাখা হচ্ছে না।” রেলমন্ত্রী আরও জানান, আহতদের চিকিৎসার সবরকম দায়িত্ব নেওয়া হচ্ছে। দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। রিভিউ মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।