Sunday, November 9, 2025

ঘন ঘন ফোন! রেলমন্ত্রীকে সরিয়ে দায় ঝাড়তে পারে মোদি সরকার, জল্পনা তুঙ্গে

Date:

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে মৃতের সংখ্যা ৩১০ ছাড়িয়েছে। আহত ১১৪০। শনিবার, সকালে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswani Baishbav)। আর সেখানে দাঁড়িয়েই তিনি জানান, এই দুর্ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যান দুর্ঘটনাস্থলে। রেলমন্ত্রীর সঙ্গে কথাও বলেন। ভয়াবহ দুর্ঘটনার দায় কার? তা নিয়ে টু শব্দ করেননি প্রধানমন্ত্রী। এরপরেই জল্পনা, এই দায় অশ্বিনী বৈষ্ণবের ঘাড়ে চাপিয়ে তাঁকে সরিয়ে দেবে মোদি সরকার।

শনিবার, সকালেই দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের বৈষ্ণব জানান, “ভয়ংকর মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।“ কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার কারণ কী? দায় কার? তা নিয়ে কোনও মন্তব্য করেননি রেলমন্ত্রী। দুর্ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রীকে পাশে নিয়েই বাংলার মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, অ্যান্টি কোলিশন ডিভাইস কাজ করেনি।

এরপরেই বায়ুসেনার (Air Force) হেলিকপ্টারে চেপে দুর্ঘটনাস্থলে পৌঁছে হেঁটে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরে অস্থায়ী তাঁবুতে বসে রেলমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে ঘটনার সম্পর্কে বিস্তারিত খবর নেন মোদি। কথা বলেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গে। সেখান থেকে বারবার ফোন কারও সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। কার সঙ্গে কথা বলছিলেন তিনি? এর আগে এভাবে প্রকাশ্যে মোদিকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়নি! তাহলে, তার সঙ্গে কী শলা করছিলেন প্রধানমন্ত্রী? কী জানতে চাইছিলেন তিনি?

রাজনৈতিক মহলের মতে, এই ভয়াবহ দুর্ঘটনার দায় রেলমন্ত্রীর ঘাড়ে চাপাতে চাইছেন মোদি। সামনেই লোকসভা নির্বাচন। এমনিতেই সারা দেশে বিজেপির পায়ের তলার মাটি সরছে। তার উপর শতাব্দীর সবচেয়ে বড় দুর্ঘটনায় দায় বর্তাচ্ছে রেলের উপরই। ঘটনাস্থলে দাঁড়িয়েই বাংলার মুখ্য়মন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী অভিযোগ করেন, অ্যান্টি কোলিশন ডিভাইস কাজ করেনি। শুধু তাই নয়, তিনি রেলমন্ত্রী থাকাকালীন যে সুরক্ষা ব্যবস্থা করেছিলেন, তাও ব্যবহার করেনি। অর্থাৎ রেলের গাফিলতি সামনে চলে আসছে। এই পরিস্থিতিতে গদি বাঁচাতে অশ্বিনী বৈষ্ণবকেই কাঠগড়ায় তুলে সরিয়ে দিয়ে দায় ঝাড়তে চাইছেন মোদি- অভিযোগ রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- অভি.শপ্ত যশবন্তপুর এক্সপ্রেসের ৩ মহিলা যাত্রী ফিরছেন হুগলির বাড়িতে

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version