Tuesday, November 11, 2025

কংগ্রেস ছাড়ছেন পাইলট! পিকের সঙ্গী হয়ে নতুন দল গড়ার সম্ভাবনা

Date:

মরু রাজ্যে হাত শিবিরের দীর্ঘদিনের গোষ্ঠী কোন্দল এবার চরম পরিণতিতে। যুযুধান দু’পক্ষের শীর্ষনেতা মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও বিক্ষুব্ধ নেতা শচীন পাইলটকে (Sachin Pilot) মুখোমুখি বসিয়েও বের হয়নি কোনও রফাসূত্র। এই অবস্থায় কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট। শুধু তাই নয়, ভোট কুশলী প্রশান্ত কিশোরের(Prashant Kishore) হাত ধরে রাজস্থানে(Rajsthan) গড়তে চলেছেন নয়া রাজনৈতিক দল।

সূত্রের খবর, ইতিমধ্যেই ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) ‘আই প্যাক’-এর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছেন শচীন পাইলট। একাধিকবার পিকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আসন্ন নির্বাচনকে মাথায় রেখে ভোট কৌশল এবং দলের নাম শীঘ্রই প্রকাশ্যে আসবে বলে জানা যাচ্ছে। আসলে শচীন পাইলটের সঙ্গে প্রশান্ত কিশোরের বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা। একাধিকবার দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে জানান আইপ্যাক এর এক শীর্ষকর্তা। পাইলট যে দল ছাড়তে চলেছেন তা অনুমান করে অশোক গেহলট ও শচীন পাইলটকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। যদিও তাতে কোন সমাধান হয়নি। এই পরিস্থিতিতে শচীন কংগ্রেস ভেঙে নতুন দল গড়লে মরু রাজ্যে হাত-শিবিরের ভোট বাক্সে যে তার বড়সড় প্রভাব পড়তে চলেছে তা বেশ বুঝতে পারছেন শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই গেহলট ও পাইলট শিবিরের গোষ্ঠীকোন্দলে জর্জরিত রাজস্থান কংগ্রেস। দ্বন্দ্ব মেটাতে বারবারই হস্তক্ষেপ করতে হয়েছে সোনিয়া ও রাহুল গান্ধীদের। গত মাসের শেষে দুই মেরুতে থাকা দলের দুই নেতাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে বৈঠক করেন খাড়গে ও রাহুল। বৈঠক শেষে ঐক্যের বার্তাও দেওয়া হয় দলের তরফে। তবে মধ্যপ্রদেশের ক্ষেত্রে রাহুল নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য পেশ করলেও রাজস্থানের ক্ষেত্রে তা হয়নি। কর্নাটকের মতো মরুরাজ্যেও বিবদমান দুই নেতা ঐক্যবদ্ধ হয়ে বিজেপি বিরোধী লড়াইয়ে সম্মত হয়েছেন বলে জানান সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। কিন্তু বৈঠকের পরদিনই রাজ্যে ফিরে গেহলট ও পাইলট একে অপরের বিরুদ্ধে মুখ খোলেন। তাতেই কংগ্রেসের শীর্ষনেতৃত্বের দাবিকে ঘিরে সংশয় তৈরি হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version