Monday, August 25, 2025

করমণ্ডল দুর্ঘ.টনার রুদ্ধ.শ্বাস অভিজ্ঞতার কথা জানালেন উত্তরপাড়ার বাসিন্দা!

Date:

শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের (Balasore) কাছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Coromandel Express Accident) জেরে শোকস্তব্ধ দেশ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ খতিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে তিনি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতেও যান। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে এই দুর্ঘটনায় বাংলা থেকে আসা অনেক মানুষের মৃত্যু হয়েছে, অনেকে গুরুতর আহত হয়েছেন। রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এখনও পর্যন্ত হুগলি (Hooghly) জেলার ৫ জন যাত্রীর খবর পাওয়া গেছে, যারা গতকাল ওই ট্রেনে সফর করছিলেন। তাঁদের মধ্যে একজন সুস্থ, একজন নিখোঁজ ও বাকি ৩ জন গুরুতর আহত বলে জানা গেছে।

উত্তরপাড়া মাখলার বাসিন্দা শানু দাস (Shanu Das) বেসরকারি ট্যুরিজম কোম্পানির হয়ে কাজ করেন। তিনি গতকাল করমণ্ডল এক্সপ্রেসের এস ১ স্লিপার কোচে যাত্রা করছিলেন। তিনি ছিলেন লোয়ার সিটে। তাঁর সঙ্গে ছিলেন হরিপাল পানিশেওলা গ্রামের বাসিন্দা রোহিত হেমব্রম, অতনু কিস্কু,তাপস কিস্কু,গোপাল হেমব্রম প্রত্যেকেই কেরলে কাজে যাচ্ছিলেন। পৌনে সাতটা নাগাদ গাড়ি সব বালেশ্বর ছেড়েছে, সবাই ব্যস্ত জমজমাট অধ্যায় , তখন আচমকাই ডানদিকের জানলা দিয়ে আগুনের ফুলকি দেখতে পান তাঁরা। এরপরই ট্রেনের ঘর্ষণ শুরু হয় কয়েক সেকেন্ডের মধ্যে সব স্তব্ধ হয়ে যায়। কিছু সময়ের জন্য চোখে মুখে অন্ধকার দেখেন শানু। পরে কোনওমতে কোচের বাইরে বেরিয়ে দেখতে পান দুর্ঘটনার ভয়াবহ ছবি। ততক্ষণে চারিদিকে শুরু হয়েছে আর্তনাদ আর হাহাকার। নিজের সহযাত্রীদের খোঁজ করেন শানু, দেখতে পান গুরুতর আহত হয়েছেন অতনু, তাপস ও গোপাল। কিন্তু রোহিত নিখোঁজ। এখনও তাঁর সন্ধান মেলেনি। উৎকন্থায় পরিবার।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version