Wednesday, November 12, 2025

তিথি মেনে শ্রীরামপুরের মাহেশে জগন্নাথের স্নানযাত্রা!

Date:

সকাল ন’টায় তিথি মেনে মহাসমারোহে হুগলির শ্রীরামপুরের মাহেশে (Mahesh, Srirampore) জগন্নাথ দেবের স্নানযাত্রা (Jagannath Snanjatra) উৎসব পালিত হল। ৬২৭ বছরের প্রাচীন এই মন্দিরের অন্যতম আকর্ষণ রথযাত্রা উৎসব (Rathajatra Festival)। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী মানুষের ভিড় জমে এই রথযাত্রা উপলক্ষে। তার আগে আজ ৪ জুন হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে এদিন জগন্নাথকে স্নান করানো হল।

শ্রী শ্রী জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী (Piyal Adhikari) জানালেন “দীর্ঘ কয়েক হাজার বছর ধরে আমাদের এই মাহেশের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, প্রতিবারের মতো এদিনও সকালে প্রভু জগন্নাথ দেবের বিশেষ পূজা অর্চনার পর মূল মন্দিরের পার্শ্ববর্তী স্নান মন্দিরে স্নান যাত্রা উৎসব পালিত হয়।”

জগন্নাথের স্নান পর্ব দেখার জন্য ইতিমধ্যেই হুগলির মাহেশে বিভিন্ন বাড়িতে আত্মীয়স্বজনের উপস্থিতি ও প্রচুর ভক্তের সমাগম হয়েছে । এ বছর মাহেশে জগন্নাথের স্নানযাত্রার বিশেষ আকর্ষণ ছিল গজ বেশে বিগ্রহের স্নান মন্দিরে প্রদেশ। যা অন্যতম একটা বিরল দৃশ্য। পিয়াল অধিকারীর কথায়, জগন্নাথের স্নানের সময় মন্দির সংলগ্ন থানে একটি নীলকন্ঠ পাখির দেখা মেলে এবং যতক্ষণ জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান পর্ব চলে ততক্ষণ ওই পাখিটির উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু স্নানের পর কেউ আর পাখিটিকে দেখতে পান না। স্থানীয়দের বিশ্বাস এরপর পাখি চলে যায় নীলাচলের পথে। কথিত আছে এদিনের স্নান পর্ব শেষ হবার সঙ্গে সঙ্গে জগন্নাথের জ্বর আসে , তাই তিনি মন্দিরের অন্তরালে থাকেন। একপক্ষ কাল পরে সুস্থ হয়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ। এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২০ জুন ২০২৩ এ।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version