Friday, August 22, 2025

বালেশ্বরে দু.র্ঘটনার জের! ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীনের

Date:

বালেশ্বরের (Baleshwar) ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে বন্ধ রেল পরিষেবা (Rail Service)। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বাতিল হচ্ছে একের পর এক ট্রেন (Train)। রবিবারও কমপক্ষে ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। যাত্রীদের এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করা যাবে। দৈনিক ৫০টি করে বাস চলবে।

রবিবার সকালেই ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে সাফ জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার জেরে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আর যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন। রবিবার থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, যতদিন অবধি বালেশ্বর রুটে রেল চলাচল স্বাভাবিক হবে না, ততদিন অবধি এই বাস পরিষেবা চালু থাকবে। দৈনিক প্রায় ৫০টি করে বাস চলবে বলে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি এদিন সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর।

 

 

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version