Thursday, December 18, 2025

বালেশ্বরে দু.র্ঘটনার জের! ওড়িশা থেকে কলকাতা পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা নবীনের

Date:

Share post:

বালেশ্বরের (Baleshwar) ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে বন্ধ রেল পরিষেবা (Rail Service)। বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বাতিল হচ্ছে একের পর এক ট্রেন (Train)। রবিবারও কমপক্ষে ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়েছেন বহু মানুষ। যাত্রীদের এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তি দিতে বিশেষ ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রবিবার ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিশেষ বাস পরিষেবা চালু করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করা যাবে। দৈনিক ৫০টি করে বাস চলবে।

রবিবার সকালেই ওড়িশার তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে সাফ জানানো হয়, শুক্রবারের দুর্ঘটনার জেরে বালেশ্বর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। আর যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পুরী, কটক ও ভুবনেশ্বর থেকে কলকাতা অবধি বিনামূল্যে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছেন। রবিবার থেকেই এই বাস পরিষেবা চালু হচ্ছে। পাশাপাশি ওড়িশা সরকারের তরফে জানানো হয়েছে, যতদিন অবধি বালেশ্বর রুটে রেল চলাচল স্বাভাবিক হবে না, ততদিন অবধি এই বাস পরিষেবা চালু থাকবে। দৈনিক প্রায় ৫০টি করে বাস চলবে বলে ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি এদিন সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর।

 

 

 

spot_img

Related articles

আজ থেকে ‘নো ম্যাপিং’ ভোটারদের নোটিশ পাঠানো শুরু কমিশনের

বঙ্গে এসআইআর (Special Intensive Revision) পরবর্তী পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)...

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...