নজিরবিহীন দুর্ঘটনায় থমকে গেছে দেশ। শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত সবার মুখে মৃত্যুপুরী বালেশ্বর (Balasore)আর শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)নিয়ে আলোচনা। লাশের স্তূপ দেখে দুর্ঘটনায় ভয়াবহতাকে উপলব্ধি করেছে গোটা দেশ। রেলের (Indian Railway) তরফ থেকে একে অন্যের দিকে আঙুল তোলার রাজনীতি স্পষ্ট। মৃতের সংখ্যা প্রায় ৩০০ এর কাছাকাছি পৌঁছতে চলল, আহত ১০০০ ছাড়িয়েছে। এই অবস্থায় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রতিটি ট্রেনে স্বয়ংস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থা তথা ‘কবচ’ বাধ্যতামূলক করতে সুপ্রিম নির্দেশের আর্জিও জানানো হয়েছে।
সূত্রের খবর, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই ট্রেন দুর্ঘটনার তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। শুনানির দিন সম্পর্কে জানা যায়নি।