বাড়ি ফিরলেন পর্বতকন্যা পিয়ালী বসাক

মাকালু জয় করার অসুস্থ হয়ে পরেন পর্বতকন‍্যা। তবে এখন কিছুটা সুস্থ তিনি। আর সুস্থ হয়েই শনিবার বাড়ি ফিরলেন পিয়ালী। 

সুমন করাতি, হুগলি : বাড়ি ফিরলেন পর্বতকন্যা পিয়ালী বসাক। মাকালু পর্বত শৃঙ্গ জয় করে বাড়ি ফিরলেন চন্দননগরের পিয়লী। মাকালু জয় করার অসুস্থ হয়ে পরেন পর্বতকন‍্যা। তবে এখন কিছুটা সুস্থ তিনি। আর সুস্থ হয়েই শনিবার বাড়ি ফিরলেন পিয়ালী।

মাকালু ফেরার পথে মাইনাস ৫০ ডিগ্রি তাপমাত্রায় শেরপা বিহীন প্রায় ২২ ঘন্টা বরফের মধ‍্যে দাঁড়িয়ে থাকার ফলে পিয়ালীর পায়ের চারটে আঙুলে তুষার ক্ষতের সৃষ্টি হয়। এমনকি নিচে নামার পর গুরুতর অসুস্থ হয়ে যান তিনি। ভর্তি করা হয় কাঠমান্ডুর একটি হাসপাতালে। প্রায় দেড় সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়েই গতকালই কলকাতায় ফিরেছেন পিয়ালী।ইতিমধ্য পিয়ালী ছটি ৮০০০ উচ্চতা সম্পন্ন পর্বত সিংহ জয় করেছেন। পিয়ালীর এই সংগ্রাম এবং সাধনার স্বীকৃতি জানিয়েছে সারা দেশ।

আরও পড়ুন:মানবিক সেহবাগ, বালেশ্বরের ট্রেন দু.র্ঘটনায় অভিভাবকহারাদের পাশে বীরু

 

 

Previous articleহুগলিতে সিপিএমের পদযাত্রা, কেন্দ্রকে ক.ড়া ভাষায় সমালোচনা সেলিমের
Next articleস্বজনহারাদের পাশে দাঁড়াতে ছয় সদস্যের কমিটি গড়লেন অভিষেক