Wednesday, August 27, 2025

শত চেষ্টা করেও লাভ হল না! হাই কোর্টের নির্দেশে ববিতার সুপারিশ পত্র বাতিল SSC-র

Date:

অনেক কষ্ট করেও লাভের লাভ কিছুই হল না। অবশেষে ববিতা সরকারের (Babita Sarkar) সুপারিশ পত্র বাতিলের সিদ্ধান্ত নিল এসএসসি (SSC)। আর এই সুপারিশ পত্র বাতিলের অর্থ আগামী কয়েকদিনের মধ্যে তাঁর নিয়োগও বাতিল করা হবে। তবে সুপারিশ বাতিল করায় খাতায় কলমে আর শিক্ষক (Teacher) রইলেন না ববিতা। যদিও, কলকাতা হাই কোর্টের একক বেঞ্চের (Single Bench) এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের (Division Bench) দ্বারস্থ হন ববিতা।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই ঘটনার সূত্রপাত। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ ‘বেআইনি’ বলে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন শিলিগুড়ির ববিতা সরকার। তাঁর বক্তব্য ছিল, তাঁর চাকরি অঙ্কিতা ক্ষমতার বলে দখল করেছে। এরপরই আদালতে ববিতার অভিযোগ প্রমাণিত হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি যায় অঙ্কিতার। এরপর হাই কোর্টের নির্দেশেই সেই জায়গায় চাকরি পান ববিতা। শুধু তাই নয়, অঙ্কিতার ৪৩ মাসের বেতনের টাকাও ববিতাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

তবে বিষয়টি এখানেই শেষ নয়। এরপর ববিতা চাকরি পাওয়ার পরই তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন ওই পদের অন্যতম দাবিদার অনামিকা রায়। তাঁর বক্তব্য, ববিতার প্রাপ্ত নম্বর ৬০ শতাংশ নয়। অথচ তিনি ৬০ শতাংশ লেখেন ফর্মে। যে কারণে ববিতার অ্যাকাডেমিক স্কোর বেড়ে যায়। তবে ববিতার থেকে নম্বর বেশি অনামিকার। যার কারণে ফের শুরু হয় মামলা। এরপর গত ১৬ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে চাকরি যায় ববিতার। যোগ্য হিসাবে চাকরি পান অনামিকা। হাই কোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন ববিতা। সেই মামলার শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে।

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version