রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের স্বতন্ত্রতা উচ্চ মাধ্যমিকেও বজায় থাকবে : অপরূপা পোদ্দার

কামারপুকুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিভাগের শুভ উদ্বোধন হল। ‌উপস্থিত ছিলেন স্বামী সুবীরানন্দজী মহারাজ (সাধারণ সম্পাদক বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন), স্বামী লোকাত্তরানন্দজি মহারাজ(অধ্যক্ষ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন), আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, তাপস কুমার মুখোপাধ্যায় (সম্পাদক উচ্চ মাধ্যমিক শিক্ষাসংসদ পশ্চিমবঙ্গ),তপন বসু (জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা)।

এছাড়াও উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা।
স্বামী সুবীরানন্দজী মহারাজ বলেন, রাজ্যের শিক্ষা জগতে অগ্রগণ্য ভূমিকা বরাবরই নিয়ে এসেছে রামকৃষ্ণ মিশন। এই বিভাগ তার ব্যতিক্রম হবে না।
আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, বলেন, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বরাবরই রামকৃষ্ণ মিশন বিদ্যালয় স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। এই নয়া উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করবে।

Previous articleদলবদলের বাজারে জোর ধাক্কা ইস্টবেঙ্গলের
Next articleরেল দুর্ঘ*টনার জল গড়াল সুপ্রিম কোর্টে, তদ*ন্ত চেয়ে জনস্বার্থ মা*মলা