Wednesday, December 17, 2025

ফের বাংলাকে নকল, মা ক্যান্টিনের আদলে যোগী রাজ্যে এবার “দিদি ক্যাফে”!

Date:

Share post:

বছর কয়েক আগে উত্তর প্রদেশে উন্নয়নের খতিয়ানের ফলাও বিজ্ঞাপন দিতে জুমলার আশ্রয় নিয়েছিল যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন সরকার। বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল কলকাতার মা উড়ালপুলের ছবি। তাই নকল হইতে সাবধান।

এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নের স্বার্থে নতুন প্রকল্প আনছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের বিভিন্ন পুরসভায় চালু হতে চলেছে “দিদি ক্যাফে”! এই ক্যাফে বা ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে। একদিকে গরীব মানুষের সুবিধা, অন্যদিকে তেমন স্বনির্ভর মহিলাদের কর্মসংস্থান। উদ্যোগ ভালো। কিন্তু এটাও ”নকল”। অর্থাৎ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মা ক্যান্টিনের আদলে যোগী রাজ্যে এবার “দিদি ক্যাফে”। বাংলা যেটা আজ ভাবে গোটা দেশে সেটা আগামির ভাবনা। বাংলাই ভারতবর্ষকে পথ দেখায়।


তাই এমন উদ্যোগ নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মনে মনে কৃতজ্ঞতাবোধ রয়েছে যোগী আদিত্যনাথের। সে কারণেই সম্ভবত ক্যাফের আগে “দিদি” শব্দটি জুড়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। দিদি ক্যাফের ছবি পোস্ট করে তিনি।লিখছেন, “দিদি ক্যাফে। উত্তরপ্রদেশ সরকারের নতুন পদক্ষেপ। মহিলা পরিচালিত সুলভ খাবারের কাউন্টার। বাংলায় অনেক আগেই পাঁচ টাকায় সুলভ লাঞ্চ চালু। ‘দিদি’ শব্দটা দেখছি মনের ভেতর একেবারে গেঁথে গিয়েছে। এরা কাজও করে বাংলার পরে, নামকরণেও অবচেতনে বাংলাকে প্রণাম জানায়। জয় দিদি। জয় বাংলা”!

জানা গিয়েছে, প্রাথমিক ভাবে মথুরা, লখনউ, ফিরোজাবাদ, বৃন্দাবনের মতো উত্তরপ্রদেশের ১৬টি পুরসভা এলাকায় “দিদি ক্যাফে” চালু করা হবে। সম্প্রতি সরকারের একটি বৈঠকে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ একাধিক সরকারি আধিকারিক। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল আর্বান লাইভলিহুড মিশনের অধীনে স্থাপিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির সদস্যদের উন্নয়নের জন্য উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগ।

spot_img

Related articles

তৃণমূল কাউন্সিলর খুনে সাজা ঘোষণা, তিনদোষীর যাবজ্জীবন

পানিহাটির তৃণমূল কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের (TMC Councillor Murder) সাজা শোনাল ব্যারাকপুর আদালত।...

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...