Wednesday, December 17, 2025

হাত ছেড়ে রবিবারই নতুন দল ঘোষণা করতে পারেন মরুরাজ্যের পাইলট

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছাড়তে চলেছেন সচিন পাইলট(Sachin Pailot) এই জল্পনা অনেকদিন ধরেই ঘুরছে জাতীয় রাজনীতিতে। এরইমাঝে জানা গেল আগামী রবিবার আনুষ্ঠানিকভাবে হাত ছেড়ে নিজের দল ঘোষণা করতে চলেছেন মরুরাজ্যের এই গুজ্জর সম্প্রদায়ের জনপ্রিয় নেতা। জানা গিয়েছে, ওইদিন জয়পুরে এক সমাবেশের ডাক দিয়েছেন সচিন সেখান থেকেই নিজের নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর পাইলটকে নিরস্ত্র করতে মাঠে নেমেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। তাঁর সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এবং পাইলট যাতে এমন কোনও পদক্ষেপ না নেন তার জন্য বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালকে। যদিও তাতে কাজ কতটা হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দলের অন্দরে।

একের পর এক রাজ্যে চলতে থাকা কংগ্রেসের গোষ্ঠী কোন্দল শীর্ষ নেতৃত্ব সামাল দিতে সক্ষম হলেও রাজস্থানে দীর্ঘ দিন ধরে চলতে থাকা কোন্দল উত্তরোত্তর গুরুতর আকার নিয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন সচিন পাইলট। দুপক্ষকে সামাল দিতে দফায় দফায় তাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। এমনকি দুই নেতাকে মুখোমুখি বসিয়েও আলোচনা হয়, কিন্তু লাভ কিছু হয়নি। এই পরিস্থিতিতে রবিবার জয়পুরে দলীয় সমাবেশ ডেকেছেন পাইলট। সুত্রের খবর, এই সমাবেশ থেকে নতুন দলও ঘোষণা করতে পারেন তিনি।

উল্লেখ্য, সচিন পাইলট যে নতুন দল ঘোষণা করতে চলেছেন এমন কানাঘুষো শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। তুন দল গঠন নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে একাধিকবার বৈঠক হয় তাঁর। নতুন দলের নাম, স্লোগান থেকে শুরু করে ভোটের রণকৌশল সবই ‘আইপ্যাকে’র উপরই ছেড়ে দিয়েছেন পাইলট। চলতি বছরের নভেম্বরে তিন রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ভোট। তিনটি জায়গাতেই বিজেপিকে হারিয়ে জয়ের সম্ভাবনা দেখছে হাত শিবির। এর মাঝে যদি মরুরাজ্যে দলে ভাঙন ধরে সেক্ষেত্রে কংগ্রেসের চিন্তা বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...