Saturday, November 15, 2025

রাম, হনুমান, মন্দির বেকারত্ব ঘোঁচাবে না: মোদি স্তুতির পর এবার সরব পিত্রোদা

Date:

দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদির(Narendra Modi) প্রশংসার পর ঘরে বাইরে চাপে পড়ে এবার আক্রমণের পথে হাঁটলেন রাহুল গান্ধীর(Rahul Gandhi) ‘মেন্টর’ তথা ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসে’র সভাপতি শ্যাম পিত্রোদা(Sam Pitroda)। আমেরিকার(America) মাটিতে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ দেগে পিত্রোদা বললেন, “বর্তমান ভারতে বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয়গুলি পেছনে চলে গিয়েছে।” একইসঙ্গে তিনি যোগ করলেন, “রাম, হনুমান, মন্দির বেকারত্ব ঘোচাতে পারবে না।”

বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর সফরসঙ্গী হয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি শ্যাম পিত্রোদা। সেখানেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পিত্রোদা বলেন, “বেকারত্ব, মূদ্রাস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে আমাদের সমস্যা রয়েছে। অথচ এই বিষয়গুলি নিয়ে কেউ কথা বলেন না। সবাই রাম, হনুমান, মন্দিরের কথা বলে। আমি বলেছি, মন্দির বেকারত্ব ঘোচাতে পারবে না।” উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের বিদেশনীতির প্রশংসা করেন পিত্রোদা। তাঁকে বলতে শোনা যায়, “আমাকে কেউ জানালেন মোদি এই সম্মান পাচ্ছেন। এক্ষেত্রে বলতেই পারি আমি সুখী। কেননা দিনের শেষে তিনি আমার প্রধানমন্ত্রী। কিন্তু এখানে একটা ভুল করা ঠিক হবে না। উনি কিন্তু এই সম্মান পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে নয়। এই দুই বিষয়কে আলাদা করে দেখা দরকার। দেড়শো কোটির একটি দেশের প্রধানমন্ত্রীর সর্বত্র সম্মান পাওয়া উচিত। এই নিয়ে আমি গর্বিত। আমি এই বিষয়ে নেগেটিভ নই।”

মোদি স্তুতির পর এবার পিত্রোদার আক্রমণে রাজনৈতিক মহলের দাবি, কংগ্রেস নেতার মোদি প্রশংসায় দলের অন্দরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। যার জেরেই রাহুলের সঙ্গে বিদেশ সফরে গিয়ে দলকে তুষ্ট রাখতে শেষমেশ মোদি আক্রমণের চেনা পথে হাঁটলেন পিত্রোদা।

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version