মার্কিন মুলুকে ফের বন্দু*কবাজের হানা! নি*হত ২, আ*হত ৫

মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা অব্যাহত।এবার রক্তাক্ত ভার্জিনিয়া। মঙ্গলবার রাতে হাই স্কুলের থিয়েটার হলে সমাবর্তন অনুষ্ঠানের শেষে আচমকাই গুলি চালায় এক বন্দুকবাজ।তাতেই মৃত্যু হয় ২ জনের। আহত কমপক্ষে ৫ জন।অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:পুর নিয়োগ দু*র্নীতির তদ*ন্তে তেঁড়েফুঁ*ড়ে ময়দানে সিবিআই, ফিরহাদের দফতরেও হানা গোয়েন্দাদের


মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় রয়েছে কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি হাইস্কুল রয়েছে।ক্যাম্পাসের একটি থিয়েটার হলে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষে পড়ুয়া এবং অভিভাবকরা হলের বাইরে বেরোতেই হামলা চালায় ১৯ বছর বয়সি বন্দুকবাজ। তাতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ১৮ এবং ৩৬ বছর বয়সি দু’জন।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।সেখানে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় ধরা পড়ে সে। হামলা চালানোর কারণ জানতে হামলাকারী যুবককে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে খুনের, খুনের পরিকল্পনা-সহ একাধিক মামলা রুজু করেছে ভার্জিনিয়া পুলিশ।