Sunday, August 24, 2025

ফরাসি ওপেনে ফের দুই খেলোয়াড়ের হাত ধরে ফিরে এল ড্রপ শট।তাঁরা হলেন বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ এবং ওন্স জাবেউর।কোনও খেলোয়াড় বিপক্ষের কোর্টের ওপারে এমন শট মারেন, যা পড়ে নেটের একদম সামনে। ফলে বিপক্ষ খেলোয়াড়ের পক্ষে রিটার্ন করা দুরূহ হয়ে ওঠে। সাম্প্রতিক কালে খেলোয়াড়েরা বেসলাইন থেকে ড্রপ শট মেরে দিচ্ছেন, যা অবাক করেছে বিশেষজ্ঞদের।

সোমবার বার্নার্দা পেরার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ ছিল জাবেউরের। পেরা পিছিয়ে ছিলেন ০-৩ গেমে। বাঁহাতি জোরালো সার্ভ করে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন জাবেউরকে। বেসলাইনে থাকা জাবেউরের নাগালেই ছিল বল। প্রথমে মনে হয়েছিল তিনি সপাটে রিটার্ন মারবেন। কিন্তু আচমকা থমকে গিয়ে আড়াআড়ি র‌্যাকেট চালান। বল নেটের ওপারে এমন ভাবে পড়ে, যার নাগাল পাওয়া পেরার সাধ্য ছিল না। তিনি চেষ্টাও করেননি। লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে আলকারাজও একই জিনিস দেখান। শক্তিশালী সার্ভ রিটার্ন করেন ব্যাকহ্যান্ডে। নিখুঁত ড্রপ শটের উত্তর খুঁজে পাননি মুসেত্তি।

আধুনিক যুগের টেনিসে শারীরিক ভাবে শক্তিশালী খেলোয়াড়ের ভিড়। সে কারণে ড্রপ শট ধীরে ধীরে লুপ্তপ্রায় হয়ে গিয়েছে। সার্ভিসের ক্ষেত্রে বেসলাইন থেকে সজোরে রিটার্ন দেওয়াই এখন নিয়ম। ড্রপ শট ব্যবহার করা হয় মূলত কোনও র‌্যালি দ্রুত শেষ করার ক্ষেত্রে।সুরকির কোর্টে ড্রপ শটের জনপ্রিয়তা আরও কমেছে। এখানকার ধীরগতির এবং পিচ্ছিল কোর্টে বল বেশি বাউন্স করে।আলকারাজ এবং জাবেউর, দু’জনেরই প্রিয় কোর্ট সুরকির।ড্রপ শটকে তাঁরা এখন কাজে লাগাচ্ছেন পয়েন্ট পাওয়ার অন্যতম অস্ত্র হিসাবে।

শক্তিশালী আলকারাজের কাছে ড্রপ শট খেলা বেশ সহজ। কোনও একটি রিটার্নের সময় ‘টপস্পিন’ দিয়ে তার পরেই এমন একটি রিটার্ন মারেন, যা বিপক্ষকে বেসলাইন থেকেও অনেকটা পিছিয়ে দেয়। পরের শটটিই থাকে ড্রপ শট।

ড্রপ শটের রিটার্ন করা যেমন শারীরিক ভাবে কঠিন, তেমনই মানসিক ভাবেও। ইদানীং খেলোয়াড়েরা সার্ভ রিসিভ করার সময় বেসলাইনের অনেকটা পিছনে দাঁড়িয়ে থাকেন, যাতে রিটার্ন করা সহজ হয়। এই জিনিস দেখে আলকারাজের মতো কিছু খেলোয়াড় নিজেদের অবস্থানের হেরফের করে বিপক্ষকে ফাঁদে ফেলেন। শুধু সার্ভ এবং ভলি নয়, ড্রপ শটের ব্যবহার করে আলকারাজ বিপক্ষকে ফাঁদে ফেলার চেষ্টা করেন।

জাবেউরের কাছে আলকারাজের মতো শারীরিক শক্তি নেই। কিন্তু তাঁর রয়েছে বৈচিত্র। মাঝেমাঝে বিপক্ষকে গোটা কোর্টে দৌড় করান। আচমকা ড্রপ শট দিয়ে র‌্যালি শেষ করে পয়েন্ট জেতেন। জাবেউরের আরও একটা বিশেষত্ব হল, তিনি কোর্টের যে কোনও জায়গা থেকে ড্রপ শট মারতে পারেন।

আলকারাজ এবং জাবেউরের খেলার কৌশলে পার্থক্য থাকলেও একটি ব্যাপারে মিল রয়েছে। ড্রপ শট শুধুমাত্র র‌্যালি শেষ করতে বা বিপক্ষের ছন্দ নষ্ট করতে ব্যবহার করেন না, পয়েন্টও কেড়ে নেন। মুসেত্তির বিরুদ্ধে আলকারাজের ১৮টি ড্রপ শটের মধ্যে সাতটি ছিল ‘উইনার’। জাবেউরের ক্ষেত্রে, ১৪টি ড্রপ শটের মধ্যে ১০টি ছিল ‘উইনার’।

সবচেয়ে বেশি ফরাসি ওপেন যাঁর দখলে রয়েছে, সেই রাফায়েল নাদাল কিন্তু ড্রপ শটের ভক্ত নন। তিনি বরং শক্তিশালী সার্ভ, টপস্পিন এবং শারীরিক দক্ষতার উপরে ভরসা রাখেন। নোভাক জোকোভিচ এই শট ব্যবহার করেন প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে।এখানেই ব্যতিক্রমী আলকারাজ এবং জাবেউর।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version