Sunday, August 24, 2025

অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগিরদের বৈঠক, ব্রিজভূষণকে গ্রেফ.তারের দাবি

Date:

মঙ্গলবার রাতেই কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র সরকার (Central Government)। গতকাল রাত পৌনে একটা নাগাদ টুইট করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Central Sports Minister Anurag Thakur)। তিনি জানান সরকার আলোচনায় বসতে প্রস্তুত। সেইমতো বুধবার সকাল থেকেই অনুরাগের বাড়িতে এক এক করে পৌঁছে যান বজরং পুনিয়া (Bajrang Punia), সাক্ষী মালিকেরা (Sakshi Malik)। এদের সঙ্গে ছিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েতও। দীর্ঘক্ষণ বৈঠকের পর জানা যায় মোট পাঁচটি দাবি জানিয়েছেন কুস্তিগিররা। যার মধ্যে অন্যতম ব্রিজভূষণকে গ্রেফতারের দাবি, পাশাপাশি জাতীয় কুস্তি সংস্থায় মহিলা প্রধান নিয়োগ করার কথাও বলা হয়েছে। এরমাঝেই জানা যাচ্ছে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)নাকি ফোন করে কুস্তিগিরদের দ্বিতীয় বার আলোচনা করার অনুরোধ করেছিলেন।

বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা বলছেন মূলত পাঁচটি দাবি জানানো হয়েছে-

১) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে।
২) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে।
৩) ব্রিজভূষণ এবং পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন।
৪) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে।
৫) ব্রিজভূষণকে (Brij Bhushan Sharan Singh) গ্রেফতার করতে হবে।

গতকাল ব্রিজভূষণের বাড়িতে হানা দিয়েছিল দিল্লি পুলিশ (Delhi Police)। কুস্তিকর্তার উত্তরপ্রদেশের বাড়িতে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও পর্যন্ত মোট ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। সেই সময় আবার একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন বজরং পুনিয়া। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে এক দফা বৈঠকের কথা বলেন বলে জানা যায়। কিন্তু গোপনে বৈঠক কেন? অমিতের অনুরোধের পরে বজরং পাল্টা বলেন, গোপনে আর তাঁরা কোনও বৈঠক করতে রাজি নন। এর পরেই অনুরাগ টুইট করেন। তারপর আজ বুধবার আলোচনা। যদিও এই পাঁচদফা দাবিকে কতটা মান্যতা দিল কেন্দ্র সেটা পরিস্কার নয়।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version