মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarai Vijayan) পাশে কে বসবেন? ডলারের বিনিময়ে সিট বুক করছেন অনাবাসী কেরলের (Karala) মানুষ! দেশের মধ্যে একমাত্র বামশাসিত রাজ্যের এই কেলেঙ্কারির খবরে শোরগোল রাজনৈতিক মহলে। বিরোধী কংগ্রেস বলতে, শুরু করেছে সিপিএমের শাসিত কেরলে এ এক নয়া বিড়াম্বনা। রাজ্যের সম্মানহানি। যদিও অভিযোগ অস্বীকার করেছে কেরলের সিপিএম।

বৃহস্পতিবার সকালেই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বে কেরালা সরকারের প্রতিনিধিদল ৮ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবা সফরে রওনা হয়েছে। স্পিকার এ এন শামসির এবং কেরলের অর্থমন্ত্রী কে এন বালাগোপালের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দলটি লোকা কেরালা সভার মার্কিন আঞ্চলিক সম্মেলন-সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবে। আর সেখানেই তিন দিনের কর্মসূচিতে প্রবাসীদের কাছ থেকে বিজয়নের পাশে দাঁড়ানোর জন্য অর্থ নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

৯, ১০ ও ১১ জুন নিউইয়র্কে অনাবাসী কেরালাইট কনভেনশন অনুষ্ঠিত হবে। কংগ্রেসের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছাকাছি বসতে বা দাঁড়ানোর “অফার” দিয়ে ২০,৬৪,৩৭৫ টাকা থেকে ৮২,৫৫,৮৫০ টাকা পর্যন্ত অর্থ নিচ্ছে CPIM সরকার। হাত শিবির আক্রমণ করে বলে, বিদেশের কাছে রাজ্যের জন্য একটি বিড়ম্বনার।

যদিও রাজ্যের শাসক বাম এবং অনাবাসী কেরালাইটস অ্যাফেয়ার্স বিভাগ (NORKA) তহবিল সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে। সিপিআই(এম) দাবি, করেছিল যে অনুষ্ঠানের আয়োজকরা শুধুমাত্র “স্পন্সরশিপ” হিসাবে অর্থ সংগ্রহ করেছিল এবং এতে সরকারের কোনও ভাবে যুক্ত নয়।

আমেরিকায় থাকাকালীন ১০ জুন কেরলের মুখ্যমন্ত্রী নিউইয়র্কের টাইমস স্কয়ার এলাকায় ম্যারিয়ট মারকুইসে লোকা কেরালার আমেরিকান আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করবেন,। ভাষণ দেবেন। এছাড়াও নিউইয়র্কে 9/11 মেমোরিয়াল পরিদর্শন করবেন এবং তারপরে রাষ্ট্রসংঘের সদর দফতর দেখতে যাবেন। ম্যারিয়ট মারকুইসে একটি ব্যবসায়িক বিনিয়োগ মিটও উদ্বোধন করবেন বিজয়ন।

১৫ ও ১৬ জুন হাভানায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন কেরলের মুখ্যমন্ত্রী। বিভিন্ন বিশিষ্টজনের সঙ্গে দেখা করবেন, পরিদর্শন করবেন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানগুলিও। তবে, এখন এই টাকা নেওয়া ঘটনা নিয়েই বিব্রত বিজয়ন সরকার।
