Sunday, August 24, 2025

‘শুধু মায়ের নয়, ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে’, জানাল আদালত

Date:

বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ‍্যায়ের। চলছে তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও। এরই মধ‍্যে ফের একবার শিরোনামে উঠে এলেন তারা। ঘটনার সূত্রপাত শিখর-আয়েশার ছেলে জোরাভার ধাওয়ানকে নিয়ে। ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে বলে জানাল দিল্লির পাতিয়ালা হাউস আদালত।

সম্প্রতি শিখর ধাওয়ান পারিবারিক অনুষ্ঠানের জন্য তাঁর ছেলেকে নিজের কাছে নিয়ে আসতে চান। কিন্তু বেঁকে বসেন স্ত্রী আয়েশা। সেই বিষয়কে নিয়ে নয়া দিল্লির পাতিয়ালা হাউস আদালতে নতুন মামলা দায়ের করা হয়। এই নিয়ে পাতিয়ালা হাউস আদালতের বিচারক হরিশ কুমার বলেন, “শুধুমাত্র একজন মায়ের সন্তানের উপর অধিকার নেই। বাবারও রয়েছে।” এর পাশাপাশি দিল্লির এই আদালত ক্রিকেটার শিখর ধাওয়ানের ছেলেকে পারিবারিক অনুষ্ঠানের জন্য ভারতে নিয়ে আসার নির্দেশ দিয়েছে।

দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন শিখর-আয়েশা।তাদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। বিচ্ছেদের সঙ্গে সঙ্গে সন্তানের অধিকার নিয়েও মামলা দায়ের করা হয়েছে দুই পক্ষের তরফ থেকে। সম্প্রতি ধাওয়ান নিজের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। সেখানে নিজের ছেলেকেও নিয়ে আসতে চান তিনি। তবে শিখরের প্রাক্তন স্ত্রী আয়েশা তাদের ছেলেকে আনতে আপত্তি জানান। যুক্তি দেন যে, সেই সময় যদি অনুষ্ঠানের জন্য ছেলেকে ভারতে আনা হয় তাহলে তাঁর স্কুলের পড়াশুনোর ব্যাঘাত ঘটবে। এরপর সেই কথা মাথায় রেখে অনুষ্ঠান ১ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয় শিখরের তরফ থেকে। তবে ফের বেকে বসেন শিখরের প্রাক্তন স্ত্রী। আর এই মামলার পরিপেক্ষিতে আদালত তার পর্যবেক্ষণ করে বলেন, “সন্তানের উপর একমাত্র মায়ের অধিকার নেই। যখন আবেদনকারী সন্তানের জন্য খারাপ বাবা নন। তাহলে কেন তিনি আবেদনকারীকে তাঁর নিজের সন্তানের সঙ্গে দেখা করা নিয়ে বিরোধিতা করছেন?”

আরও পড়ুন:WTC ফাইনাল, দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত, ৫ উইকেট হারিয়ে ১৫১ রান টিম ইন্ডিয়ার


 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version