ডিজিটাল যুগে বই কিনে পড়ার চাহিদা কমে গেছে, আর ঠিক এই মুহূর্তে Gallery-৬৭ এ রান্নার বই প্রকাশের অনুষ্ঠানটি হল। বিন্দু-বিষর্গের হাত ধরেই এই অনুষ্ঠানে কর্ণধার শর্মিষ্ঠাদি তার সমস্ত ছাত্রীদের নিয়েই বইটির পাতা নানান রান্নার রেসিপিতে ভরিয়ে তুলেছেন।
ভোজনরসিক বাঙালির স্বাদ পূরণে বিন্দু বিষর্গ পাবলিশার্স এটি দিনের আলো দেখাতে সাহায্য করে।
উপস্থিত গুণীজন দের মধ্যে ছিলেন দেবাশীষ কুমার ।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রত্যেকের হাতে রানি দের রান্না ঘর বইটি তুলে দেওয়া হয়।
