Thursday, November 13, 2025

করমণ্ডল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি।নতুন করে চাকা গড়ালেও এখনও স্বাভাবিক হয়নি পরিষেবা। এখনও ওড়িশার বালেশ্বরের সেই বাহানগা বাজার স্টেশনে রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর জেরে শুক্র এবং শনিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হল।

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্র ও শনিবার বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সেগুলি হল-
১. শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
২. বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, ৩.জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, ৪.বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ৫.খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ৬.শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ৭.বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, ৮.শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস,
৯.হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস, ১০.হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস,
১১.হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, ১২.শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস,
১৩.খড়গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস,
১৪.হাওড়া-ভদ্রক এক্সপ্রেস,
১৫.শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস, ১৬.ভদ্রক-হাওড়া এক্সপ্রেস,
১৭.জাজপুর কেওনঝাড় রোড-খড়গপুর এক্সপ্রেস,
১৮.ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস,
১৯.পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস,
২০.ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল,
২১.পুরী-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস, ২২.পুরী-জলেশ্বর মেমু স্পেশাল,
২৩.পুরী-পটনা স্পেশাল,
২৪.পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস,
২৫.খুরদা রোড-খড়গপুর এক্সপ্রেস, ২৬.ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল,
২৭ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, ২৮.শালিমার-সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস,
২৯.ভঞ্জপুর-পুরী দ্বিসাপ্তাহিক স্পেশাল, ৩০.পুরী-দিঘা এক্সপ্রেস,
৩১.পুরী-শালিমার এক্সপ্রেস, ৩২.হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস।

এ ছাড়াও শনিবার বাতিল করা হয়েছে বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু-ভাগলপুর সুপারফাস্ট এক্সপ্রেস, কন্যাকুমারী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি কিছু ট্রেনের গতিপথও অন্য রুটে ঘোরানো হয়েছে। হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস খড়গপুর-টাটানগর-রাজখারসাওয়ান-দাঙ্গোয়াপোসি-নয়াগড় রুট হয়ে যাবে। যোগনগরী হৃষীকেশ-পুরী এক্সপ্রেস চলবে ঝাড়সুগুদা রোড-সম্বলপুর হয়ে। জয়নগর-পুরী সাপ্তাহিক এক্সপ্রেস জয়চণ্ডী পাহাড়-পুরুলিয়া-চান্ডিল-জারোলি রুট দিয়ে চলবে।

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version