WTC ফাইনালে চাপে ভারত, রোহিত-রাহুলের স্ট্র‍্যাটেজি নিয়ে প্রশ্ন সৌরভের

প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় ভারতীয় ব‍্যাটাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চাপে ভারতীয় দল। ম্যাচে শুরুর দিন থেকেই চাপে পড়ে গিয়েছে রোহিত শর্মারা। দ্বিতীয় দিনে একের পর এক তারকা ব্যাটারের আউট হওয়ায় সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে। প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় ভারতীয় ব‍্যাটাররা। WTC ফাইনালে প্রথম দিন থেকেই টিম ইন্ডিয়ার সিলেকশন নিয়ে উঠছে প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন তুললেন রোহিত শর্মা রাহুল দ্রাবিড়দের স্ট্র‍্যাটেজি নিয়ে।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় দিনে রবীন্দ্র জাদেজা ফিরতেই সৌরভ স্পষ্ট ভাষায় ভারতের রণনীতির সমালোচনা করেন। জাদেজা আউট হওয়ার সময় হিন্দিতে কমেন্ট্রি করছিলেন মহারাজ। সেই সময় তিনি বলেন, “সবুজ পিচে অফস্পিনাররা খেলতে পারে না, কে বলেছে? জাদেজাকে লিয়নের আউট করা থেকেই বিষয়টি স্পষ্ট। টেস্টে লিয়নের চারশোর বেশি উইকেট রয়েছে। এই মুহূর্তে ভারতীয় ইনিংসের সেরা ব্যাটারকে ও আউট করল। এই পিচে টার্ন এবং বাউন্স দুইই রয়েছে।”

WTC ফাইনালে ওভালে খেলতে নামার শুরুতেই বিতর্কের দেখা দেয় ভারতের প্রথম একাদশ নিয়ে। অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ওভালের সুইং নির্ভর কন্ডিশনে চার সিমার এবং এক স্পিনারে আক্রমণ সাজায়। এক স্পিনার হিসাবে জায়গা পান জাদেজা। বাইরে বসে থাকতে হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের মত সেরা স্পিনারকে। আর এরপরই ঝড় ওঠে। প্রথম দিন এই দেখেই সৌরভ বলেছিলেন,” আমি অধিনায়ক হলে, অশ্বিনের মত কোয়ালিটি স্পিনারকে বসানো আমার পক্ষে কঠিন হত। তবে আমি এবং রোহিত অধিনায়ক হিসেবে আলাদা। দু-জনের চিন্তাভাবনাও আলাদা হবে।”

আরও পড়ুন:আউট হওয়ার পরই খাওয়ার হাতে কোহলি, ভাইরাল হতেই ক্ষুব্ধ ক্রিকেট মহল