Wednesday, August 27, 2025

ট্রান্সফার মার্কেটে আবার ঝড় তুলল মোহনবাগান, চেন্নাইয়ানের এই ফুটবলারকে নিতে চলেছে সবুজ মেরুন

Date:

ট্রান্সফার মার্কেটে আবার ঝড় তুলল মোহনবাগান সুপার জায়ান্টস। সূত্রের খবর, বাগানে সই করতে চলেছেন চেন্নাইয়ান এফসির অনিরুদ্ধ থাপা। জানা যাচ্ছে, চেন্নাইয়ান এফসি-র এই ফুটবলারকে দলে নিতে চাইছেন মোহনবগান কোচ জুয়ান ফেরান্দো। সব কিছু ঠিকঠাক থাকলে, রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিয়ে অনিরুদ্ধ থাপাকে দলে সই করাতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। সূত্রের খবর, পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুন শিবিরে আসতে পারেন জাতীয় দলের অন্যতম সেরা মিডফিল্ডার।

চেন্নাইয়ান এফসি’র সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে অনিরুদ্ধর। তবু দীর্ঘদিন ধরেই তাঁকে সই করানোর চেষ্টা চালাচ্ছিল মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। সূত্রের খবর, অবশেষে অনিরুদ্ধ থাপাকে ছেড়ে দিতে রাজি হয়েছে চেন্নাইয়ান। সূত্রের খবর, মৌখিক কথাবার্তা চূড়ান্তও হয়ে গিয়ছে। যদিও সই এখনও বাকি। তবে তাঁকে নিতে হলে প্রায় ২ কোটি টাকা ট্রান্সফার ফি বাবদ দিতে হবে মোহনবাগানকে। তবে অনিরুদ্ধকে পাওয়ার লড়াইয়ে রয়েছে মুম্বই সিটি এফসিও। বড় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে মুম্বইয়ের তরফ থেকে।

ভারতের জার্সিতে নিয়মিত খেলছেন অনিরুদ্ধ। এখনও পর্যন্ত ইগর স্টিম্যাচের দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন অনিরুদ্ধ। বক্স টু বক্স অপারেট করায় দারুণ দক্ষ। দূরপাল্লার শট নিতেও পারদর্শী এই মিডফিল্ডার। বাগানে চলে এলে ফেরান্দোর মাঝমাঠের শক্তি অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এএফসি কাপের আগে সেরা দলই স্প্যানিশ কোচের হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস কর্তারা। এর আগে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সকেও নিশ্চিত করেছে সবুজ-মেরুন। অস্ট্রেলিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন বিশ্বকাপ খেলা ফুটবলার।

আরও পড়ুন:বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ, জানাল এই OTT প্ল্যাটফর্ম


 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version