Friday, December 5, 2025

কেন্দ্রীয় বাহিনীর দাবি! পঞ্চায়েত ভোট ঘোষণার পরই শাহ সাক্ষাত শুভেন্দুর

Date:

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। এরপর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। জানা যাচ্ছে, শাহ সাক্ষাতে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে(Panchayet Election) কেন্দ্রীয় বাহিনীর(Central Force) দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে রাজ্য বিজেপির(BJP) লড়াইয়ের রণকৌশল নিয়ে কথা হয় দুজনের। এছাড়াও জানা যাচ্ছে, রাজ্যে যেহেতু সংগঠন দুর্বল তাই পঞ্চায়েতে সব জায়গায় বিজেপির লড়াইয়ের ক্ষমতা নেই। এই অবস্থায় তৃণমূলকে কোন পথে দুর্বল করা যায় সেবিষয়েও দীর্ঘ আলোচনা হয়েছে দুজনের।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দাবি দীর্ঘ দিন ধরেই করে আসছে বিজেপি। পঞ্চায়েত ঘোষণার পর কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আদালতে মামলাও দায়ের করেছেন তিনি। এরপর আর অপেক্ষা না করে কেন্দ্রীয় বাহিনীর ‘বস’ তথা বিজেপির সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের সঙ্গে সরাসরি সাক্ষাত করলেন শুভেন্দু। শুক্রবার সকালে দিল্লি গিয়ে নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে সাক্ষাত করেন নন্দীগ্রামের ‘লোডশেডিং বিধায়ক’। প্রায় আধ ঘণ্টা বৈঠক হয় দু’জনের মধ্যে। এই বৈঠকে নিয়ে শুভেন্দু বাইরে কিছু না জানালেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলকে দুর্বল করতে বেশকিছু নেতার তালিকা অমিত শাহকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তালিকায় যাদের নাম রয়েছে তাঁদের গ্রেফতার করার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা। আবেদন করা হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে পঞ্চায়েত নির্বাচনের আগে যাতে এই তৃণমূল নেতাদের যেকোনও উপায়ে জেলে ঢোকাতে। তাহলেই তৃণমূলকে দুর্বল করে বেশ কিছু জায়গায় বিজেপির জেতার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও রাজ্য পঞ্চায়েত নির্বাচনে অমিত শাহকে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা বুঝিয়েছেন শুভেন্দু। পাশাপাশি রাজ্যে বিজেপির সংগঠনের হালহকিকত সম্পর্কে শাহকে অবগত করেন, দল কোথায় কতটা লড়াই করার মতো জায়গায় রয়েছে সেটাও শাহকে জানান বিরোধী দলনেতা।

Related articles

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...
Exit mobile version