Saturday, November 15, 2025

পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রামে পদ্মশিবিরে ভাঙন, তৃণমূলে যোগ ৩বারের বিজেপি প্রার্থীর

Date:

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রায় মানুষের ঢলই বুঝিয়ে দিয়েছিল নন্দ্রীগ্রামে (Nandigram) মানুষের আস্থা কোন দিকে। আর পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই নন্দীগ্রামে বড়সড়ো চমক দিল তৃণমূল। বিধানসভায় পরপর তিনবার BJP প্রার্থী বিজনকুমার দাস যোগ দিলেন শাসকদলে। নির্বাচনের ঠিক আগে, রাজ্যের বিরোধী দলনেতার কেন্দ্রে এটা বড়সড় ধাক্কা বলেই মত রাজনৈতিক মহলে।

নন্দীগ্রামে বহুদিনের বিজেপি নেতা বিজন। নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় সিপিআই বিধায়ক ইলিয়াস মহম্মদ সরে যাওয়ার পর, উপনির্বাচন হয়। ২০০৯ সালের সেই উপনির্বাচনে তৃণমূলের শহিদ মাতা ফিরোজা বিবির বিরুদ্ধে, বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন এই বিজনকুমার দাস। ২০১১ ও ২০১৬ সালে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী ছিলেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে বিজেপির নন্দীগ্রাম বিধানসভা কমিটির সদস্য এবং সোনাচূড়া অঞ্চল নির্বাচনী কমিটির অবজারভার ছিলেন তিনি। এমন গুরুত্বপূর্ণ একজন বিজেপি নেতা, ভোটের ঠিক আগের মুহূর্তে, দলত্যাগ করায় পদ্মফুল শিবিরে জোরালো ধাক্কা লাগলো। সেই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার কেন্দ্রে আদি ও নব্য বিজেপি নেতাদের তীব্র লড়াই আরও একবার বেআব্রু হয়ে পড়ল।

রাজ্যের বিরোধী দলনেতা বিজেপিতে গিয়ে, নন্দীগ্রামে যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন, তাতে আদি বিজেপি নেতারা যে বেশ ক্ষুব্ধ, একথা স্পষ্ট করে দিয়েছেন বিজন। নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান পীযুষকান্তি ভূঁইয়ার কাছ থেকে দলীয় পতাকা নিয়ে, জোড়া ফুল শিবিরে যোগদান করেই, রাজ্যের বিরোধী দল নেতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। বলে, “শুভেন্দু অধিকারী ও তাঁর দুর্নীতি পরায়ণ অনুগামীরা এখন বিজেপির দখল নিতে বেশ সচেষ্ট। তাই আদি নব্যের মধ্যে সংঘাত করে, আদি বিজেপি নেতাদের তাড়িয়ে দিতে বা সরিয়ে দিতে অত্যন্ত তৎপর। সনাতনের নাম নিয়ে, ধর্মের সুড়সুড়ি দিয়ে, এই রাজ্যে ভেদাভেদ সৃষ্টি করে, লুঠতরাজ কায়েম করতে চাইছে তারা। সেই জন্য আদি বিজেপি নেতাদের সুকৌশলে বসিয়ে রাখা হচ্ছে বা কাজ করতে দেওয়া হচ্ছে না। এই একই কারণে ইতিমধ্যে নন্দীগ্রামের অনেক আদি বিজেপি নেতা তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন। তাঁরা অনেক আত্মসম্মান নিয়ে মা-মাটি-মানুষের হয়ে কাজ করছেন। আমিও সেই উন্নয়নের কাজে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” তাঁকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ।

আরও পড়ুন- “নাথুরাম গডসে ভারতের সুপুত্র”, গান্ধীর খু.নির প্রশংসা করে বিতর্কে গিরিরাজ

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version