Wednesday, November 12, 2025

বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার মামলায় হলফনামা দিয়ে অব্যাহতি পেলেন ৬ আইনজীবী

Date:

অবশেষে ক্ষমা চেয়ে, দুঃখ প্রকাশ করে মামলা থেকে অব্যাহতি পেলেন ৬ আইনজীবী। বিচারপতি রাজাশেখর মান্থার (Rajashekhar Mantha) এজলাস আটকে বিক্ষোভ দেখানো, তাঁর বাড়িতে পোস্টার লাগানোয় ওই ৬জন চিহ্নিত হন। তাঁদের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে সতর্কও করা হয়েছে।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের বৃহত্তর বেঞ্চে নিজেদের কাজের জন্য ক্ষমা চাওয়াই নয়, অভিযুক্ত ৬ আইনজীবী হলফনামা দিয়ে দুঃখ প্রকাশ করেন। এর পরেই ওই মামলা থেকে ৬ আইনজীবীকে অব্যাহতি দেয় হাই কোর্ট। বিচারপতির বাড়ি ও কলকাতা হাই কোর্টে পোস্টার লাগানোর অভিযোগেও চিহ্নিত ৬জনে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কাজ না করেন- সেই বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের দাবিতে ১০ জানুয়ারি বেশ কয়েকজন আইনজীবী হাই কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান। এজলাসের দরজা আটকে তাঁরা আইনজীবীদের ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। এজলাস বয়কটের দাবিতে হাই কোর্ট চত্বরে প্রচুর পোস্টার পড়ে। রাতে বিচারপতির যোধপুর পার্কের বাড়ির সামনেও একই ধরনের পোস্টার লাগনো হয়। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েকজন আইনজীবীকে চিহ্নিত করে পুলিশ।

এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীদের রাজনৈতিক মতামত থাকতেই পারে। কিন্তু যখন আইনজীবীর গাউন পরার পরে, রাজনৈতিক পরিচয় দূরে সরিয়ে কাজ করা উচিত। ছুটির দিন রাজনীতি নিয়ে থাকুন, কিন্তু সপ্তাহের বাকি দিন কাজে মন দিয়ে আইনজীবীর ভূমিকা পালন করুন। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, হাই কোর্টের বারের মর্যাদা রক্ষার দিকে নজর দিকে আইনজীবীদের নজর রাখতে হবে।

 

Related articles

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...

কেন হাসপাতালে ভর্তি হতে হল, ছাড়া পেতেই নিজেই জানালেন গোবিন্দা

বুধের ভোরে ব্রেকিং নিউজ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda)। কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর তাঁকে...

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে চাঞ্চল্য, দগ্ধ ৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (Gas Cylinder Blast) ভয়ানক দুর্ঘটনা মুর্শিদাবাদের কান্দিতে (Kandi Murshidabad)। বুধবার, রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার...
Exit mobile version