Saturday, August 23, 2025

দলিতদের উপর অত্যাচার ভয়াবহ আকার নিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) রাজ্য গুজরাটে(Gujarat)। সম্প্রতি ভালো পোশাক পরায় এক যুবককে মারধরের পর এবার খাবার নিয়ে কথা বলায় খুন হতে হল এক যুবককে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে গত ৭ মে গুজরাটের খানপুর তালুকে(Khanpur Taluk)। এই ঘটনায় রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার নিন্দায় সরব হয়েছে সব মহল।

জানা গিয়েছে, গত ৭ মে গুজরাটের খানপুরের এক হোটেলে খাওয়ার পর বেঁচে যাওয়া খাবার প্যাক করে দিতে বলেছিলেন রাজু ভঙ্কর নামে এক ব্যক্তি। এই ইস্যুতেই হোটেল কর্মীর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। খাবার প্যাক করে দিতে বলার অপরাধেই হোটেল মালিক এবং কর্মীদের হাতে বেধড়ক মার খান রাজু। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভরতি ছিলেন ওই ব্যক্তি। এরপর শনিবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর দলিত ব্যক্তিকে হত্যায় প্রতিবাদের ডাক দিয়েছেন বিধায়ক জিগ্নেশ মেবাণী। তিনি জানান, দুই অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত দলিত ব্যক্তির দেহ নেবে না তাঁর পরিবার।

অবশ্য গুজরাটে দলিতদের উপর আক্রমণের ঘটনা এই প্রথমবার নয়, এর আগে ক্রিকেট ম্যাচ চলাকালীন এক দলিত সম্প্রদায়ের বাচ্চা ছেলে বলে হাত দেওয়ায় তাঁকে মারধোর করার হুমকি দিয়ে মাঠ থেকে বের করে দেয় স্থানীয় একদল যুবক। ঘটনার প্রতিবাদ করায় ওই বালকের কাকাকে খুন করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দলীয় যুবককে খুন করা হল গুজরাটে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version