কনডাক্টরের ভূমিকায় খোদ মুখ্যমন্ত্রী! কর্ণাটকে রবিবার চালু মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা

প্রত্যেক বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্র থেকে ও মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে এই বাস পরিষেবা চালু করবেন। যার মধ্যে একটিতে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া

নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে চুনকালি মাখিয়ে কর্ণাটকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে বিপুল জনাদেশ নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কন্নড়ভূমে বিধানসভা নির্বাচনে পাঁচ প্রতিশ্রুতি দিয়েছিল হাত শিবির। যেমন কথা, তেমন কাজ। একে একে সবকটি প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে সিদ্ধারামাইয়া সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পটির নাম ”শক্তি”। আগামিকাল রবিবার, থেকে কর্ণাটকে চালু হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। কংগ্রেসের তরফে এই প্রকল্পটির নামই দেওয়া হয়েছে ”শক্তি”।

আগামিকাল, প্রত্যেক বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্র থেকে ও মন্ত্রীরা বেঙ্গালুরু থেকে এই বাস পরিষেবা চালু করবেন। যার মধ্যে একটিতে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। প্রতীকী কনডাক্টরের ভূমিকায় দেখা যাবে তাঁকে। যেখানে বাসের টিকিট মহিলাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

দক্ষিণের এই রাজ্যে কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল মহিলা যাত্রীদের সুবিধার জন্য ”শক্তি” প্রকল্প চালু করা হবে। লাগাতার মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির জন্য সমস্যায় সাধারণ মানুষ। সেখান থেকেই কিছুটা স্বস্তি দিতেই রাজ্যের মহিলাদের ক্ষেত্রে এই বিশেষ পরিষেবা চালু করাই উদ্দেশ্য।

আরও পড়ুন:নবজোয়ারে আজ-কাল মতুয়া অধ্যুষিত এলাকায় জনসংযোগ অভিষেকের, যাবেন ঠাকুর বাড়িও