ঘুটিয়ারি শরিফ থেকে উদ্ধার তাজা বো.মা! আ.টক ১, আ.তঙ্কে স্থানীয়রা

তবে নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে মজুত বোমা বাজেয়াপ্ত করতে তৎপর রাজ্য। ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ (Ghutari Sharif) এলাকা থেকে উদ্ধার হল তাজা বোমা (Bomb)। শনিবার সকালে সুভাষ পল্লি এলাকায় কৃষ্ণ হাওলাদারের বাড়ির পিছনের বাগান থেকে দুটি ব্যাগ মিলিয়ে মোট ২০-২৫টি বোমা মেলে।

ইতিমধ্যে ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে মজুত বোমা বাজেয়াপ্ত (Seized) করতে তৎপর রাজ্য। ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে আচমকা এত বোমা উদ্ধারে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

এর আগে গত ৬ জুন দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফে বিস্ফোরণ ঘটে। একটি বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ওই বাড়ি থেকে বেশ কয়েকটি বোমা, দুটি একনলা বন্দুক এবং বন্দুক তৈরির সামগ্রী উদ্ধার করে পুলিশ।